ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

খারাপের দিকে যাচ্ছে চাঁদপুর জেলার করোনা পরিস্থিতি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৬ মে ২০২০  

চাঁদপুর জেলায় করোনাভাইরাস পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। একদিনের ব্যবধানে সংখ্যা এখন ডাবলের চেয়েও বেশি। সোমবার নতুন আক্রান্তের সংখ্যা ছিলো ৩ জন, গতকাল নতুন আক্রান্তের সংখ্যা হয়েছে ৭ জন। এ নিয়ে চাঁদপুরে এখন মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ২৯ জন। সব মিলিয়ে খুবই ভীতিকর অবস্থা।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, নতুন আক্রান্তের সংখ্যা হবে ৬ জন। শাহরাস্তিতে একজন আক্রান্ত হলেও তার বাড়ি লক্ষ্মীপুর জেলায় হওয়ায় তাকে চাঁদপুর জেলার হিসেব থেকে বাদ দিয়ে লক্ষ্মীপুর জেলার হিসেবে ধরা হয়েছে। সিভিল সার্জন অফিস থেকে তা-ই জানানো হয়েছে। তবে লক্ষ্মীপুর জেলার ওই লোকটি শাহরাস্তিতে তার শ্বশুরবাড়িতে আসলে তার অসুস্থতা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে সেখানে তার স্যাম্পল দেয়া হয়। গতকাল তার রিপোর্ট আসে পজিটিভ। আর আইইডিসিআর-এ তথ্যও গিয়েছে শাহরাস্তি উপজেলা থেকে। তাই আইইডিসিআর থেকে লক্ষ্মীপুরের ওই রোগীকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে রোগী হিসেবে দেখিয়ে চাঁদপুর জেলায় ৭ জন নতুন করে আক্রান্ত দেখানো হয়েছে। সে হিসেবকে ধরেই গণমাধ্যমে নতুন ৭ জনসহ মোট ২৯ জন এসেছে।

গতকাল চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে মোট ২৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৯ জনের পজিটিভ রিপোর্ট আসে। এ ৯ জনের মধ্যে দুইজন হচ্ছে পুরাতন রোগী। অর্থাৎ এরা আগেই পজিটিভ ছিলো, দ্বিতীয় দফা রিপোর্টেও তাদের পজিটিভ আসে। এ দুইজনের সংখ্যা পূর্বের হিসেবের সাথে চলে গেছে। তাই এ দুইজনকে বাদ দিয়ে নতুন সংখ্যা হচ্ছে ৭ জন। ৭ জনের মধ্যে চাঁদপুর শহরে ৩ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তি ও হাইমচরে একজন করে ২ জন। হাজীগঞ্জের দুইজনের মধ্যে একজন গত শুক্রবার রাতে মারা গেছেন। গতকাল তার রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া হাজীগঞ্জে ৩৭ বছর বয়সের এক যুবক নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাজীগঞ্জে মোট আক্রান্ত হচ্ছেন ৪ জন।

চাঁদপুর জেলায় গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা পাওয়া গেছে ২৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব উত্তরে ৩ জন, হাজীগঞ্জে ৪ জন, হাইমচরে ২ জন এবং শাহরাস্তিতে ১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে ৫৪৯ জনের স্যাম্পল পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে। রিপোর্ট এসেছে ৪৪৭ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৯ জন। এদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। যাদের রিপোর্ট পরবর্তীতে পজিটিভ আসে। বাদবাকি ২৫ জনের মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে আর অন্যরা হাসপাতালসহ বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং কেউ কেউ হোম কোয়ারেন্টাইনে আছেন।