ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

গলা টিপে হত্যার পর শিশুকে গোয়ালঘরে লুকিয়ে রাখলেন সৎ মা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২ জুন ২০২০  

কুমিল্লার চান্দিনায় আট বছরের এক শিশুকে গলা টিপে হত্যার পর গোয়ালঘরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা ও সৎ মাকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে ওই উপজেলার তীরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসাইন ওই গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে।

আটকরা হলেন- নিহতের বাবা ফরিদ মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী সুমী আক্তার।

নিহতের মা ফেরদৌসী বেগম জানান, রোববার দুপুরের পর থেকে আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ি ও আশপাশের এলাকায় খুঁজে না পেয়ে মাইকিং করা হয়। রাতে সৎ মা সুমী আক্তারের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুরো বাড়ি তল্লাশি করে প্রতিবেশীরা। পরে গোয়ালঘরে খড়কুটোর নিচে আরাফাতের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

তিনি আরো জানান, আরাফাতের মরদেহ পাওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সুমী আক্তার। ওই সময় এলাকার লোকজন তাকে আটক করে। পরে তাকে ও তার স্বামীকে পুলিশে দেয়া হয়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, মরদেহ উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফরিদ মিয়া ও সুমী আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাসাবাদে সুমী আক্তার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। প্রথম স্ত্রীর সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতেই পরিকল্পিতভাবে শিশু আরাফাতকে হত্যা করেন তিনি। পরে মরদেহ গুম করতে গোয়ালঘরে খড়কুটো দিয়ে ঢেকে রাখেন। এ ঘটনায় মামলা হয়েছে।