ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

চান্দিনায় রাতের অন্ধকারে অবাধ গ্যাস সংযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ মে ২০১৯  

কুমিল্লার চান্দিনায় রাতের অন্ধকারে দেওয়া হচ্ছে গ্যাস সংযোগ। চান্দিনা উপজেলার মাধাইয়া ও বাতঘাসী ইউনিয়নের অন্তত ৭টি ও দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ৩ গ্রামে এক যোগে চলছে গ্যাস লাইন সংযোগের কাজ। 
বাখরাবাদ গ্যাস কোম্পানীর ঠিকাদর পরিচয়ে, শাহজাহান নামে এক দালাল গ্রাহক প্রতি ৫০-৬০ হাজার টাকায়, অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দীর্ঘ দিন এমন অবস্থা চলতে থাকলেও কার্যত ভূমিকা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
শাহজাহান চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা। সে নিজেকে বাখরাবাদ গ্যাস কোম্পানীর একজন ঠিকদান পরিচয় দিলেও প্রকৃত পক্ষে বাখরাবাদ গ্যাস কোম্পানীর ঠিকাদারদের নামের তালিকায় তার কোন নাম নেই।
সচেতন মহলের অভিযোগ, সারা দেশে যখন ল্যান্ড লাইন গ্যাস সংযোগ বন্ধ সেখানে কোন ক্ষমতায় বা কোন খুটির জোড়ে দিনের পর দিন গ্যাসের এমন নৈরাজ্য চালাচ্ছে শাহজাহান? এ পর্যন্ত একাধিকবার গ্রেফতার হয় শাহজাহান। জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় কাজ শুরু করে। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ১৬ ইঞ্চি মেইন পাইপ ছিদ্র করে, জনৈক শাহজাহান দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা, মাধাইয়া, কুয়ারপাড়, নূরীতলা, দোতলা, বাখরাবাদ, কুটুম্বপুর এবং দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ফুলতলী, আলিরটেক গ্রামে অন্তত ২০ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন নির্মাণ করেন। 
ওই অবৈধ গ্যাস লাইনের আওতায় অন্তত ৭-৮ শত গ্রাহক রয়েছে। ওই গ্রাহকদের মধ্যে কারও বই আছে, আবার কারও নেই। যাদের বই আছে, তাদের বিল ব্যাংক দেওয়া হয় না। শাহজাহান প্রতিমাসের শুরুতে ওই বইগুলো বিলসহ বাখরাবাদ গ্যাস অফিসে জমা দেওয়ার কথা বলে নিয়ে যায়।  
সম্প্রতি মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর এবং বাতাঘাসী ইউনিয়নের নাজিরপুর ও হাসিমপুর এলাকায় রাতের অন্ধকারে গ্যাস সংযোগ কাজ চালাচ্ছে শাহজাহান। 
ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, রাত ৯টার পর থেকে শুরু হয় রাস্তা খোড়াখুড়ি এবং পাইপ স্থাপনের কাজ। চলে সকাল অবধি। সরেজমিনে রাত ১০টায় হাসিমপুর এলাকায় গিয়ে দেখা যায়, রাতের অন্ধকারে ৮-১০জন শ্রমিক সড়কের পাশে মাটি কেটে ড্রেন করছে। আর ৩-৪জন শ্রমিক কেউ পাইপ জোড়া দিচ্ছে আবার কেউবা ট্যাপ প্যাঁচাচ্ছে। ওই ঘটনাস্থলে সংবাদকর্মীদের ক্যামেরার ফাস পরতেই কাজ ফেলে পালিয়ে যায় শ্রমিকরা। 
কিছুক্ষণ পর শাহজাহান ঘটনাস্থলে এসে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করে বলে, ‘বাখরাবাদ গ্যাস কোম্পানীর লোকজনের সাথে আলোচনা ছাড়া কাজ করছি না। আপনাদের সাথেও সমঝোতা করে লাইনের কাজ করবো। 
এ সময় খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে, ৩২০ ফুট পাইপ ও একটি ওয়েলডিং মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে। 
এ ব্যাপারে মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ জানান, দীর্ঘদিন যাবৎ সে এভাবেই গ্যাস লাইন সংযোগ কাজ চালিয়ে আসছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ থেকেই দেখে আসছি তার (শাহজাহান) এ ব্যবসা। 
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া জানান, গ্যাস লাইন সংযোগের বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু এখন জেনেছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। 
বাখরাবাদ গ্যাস কোম্পানী লি: এর ম্যানেজার কিশোর কুমার দত্ত জানান, বিষয়টি আমরা জেনেছি। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।