ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

চান্দিনায় সরকারি জমি দখলের অভিযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

চান্দিনায় আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে কুমিল্লা জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানের আওতাধীন সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সাদ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান ওই জায়গাটি রাতের অন্ধকারে দখল করে নিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। দখলকৃত ওই জমি কুমিল্লা জেলা প্রশাসক এবং সড়ক ও জনপদ বিভাগের সম্পত্তি বলে দাবি করা হয়।

গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন হয়। মাদ্রাসা অধ্যক্ষ মো. জাকির হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তৃতায় তিনি বলেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসা সংলগ্ন পুকুরটি এতিমখানার ছাত্র ও মসজিদে মুসল্লিরা ওযু, গোসল এর কাজে ব্যবহার করে আসছে। এতিমখানার ছাত্ররা পুকুরটিতে সাতার কেটে প্রধানমন্ত্রীর হাত থেকে এবং জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার জয়লাভ করে। দীর্ঘদিন যাবত চান্দিনা ফায়ার সার্ভিসের পানি সরবরাহের কাজে ব্যবহার করে আসছে। মাদ্রাসার সীমানায় অবস্থিত পুকুরটি আবুল কালাম আজাদ প্রায় ৪ কোটি টাকা সন্ত্রাসীদের সালামি দিয়ে সীমানা প্রাচীর তৈরী করেন। সীমানা প্রাচীর করা কালীন সময়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন বাধা প্রদান করায় তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ¦ মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী ভূইয়া, সদস্য মাকসুদ হাসান মাসুম। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. আবু তাহের মুন্সী, সদস্য মো. নূরুল ইসলাম মুন্সী প্রমুখ।

এ ব্যাপারে সাদ বিল্ডার্স এর জিএম খলিলুর রহমান সজল বলেন- ’আমরা সিএস এবং আরএস খতিয়ান ও দলিলমূল্যে ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় করেছি। আমাদের প্রতিষ্ঠান কোন সরকারি ভূমি দখল করেনি। সংবাদ সম্মেলনে তারা যে দাবি করেছেন তা ভিত্তিহীন।