ব্রেকিং:
কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক
  • বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

চুরি করতে গিয়ে চিনে ফেলায় দাদীকে কুপিয়ে খুন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

কুমিল্লার মুরাদনগরে বৃদ্ধা আমেনা খাতুন হত্যা মামলার আসামি নিহতের নাতি সাগর মিয়ার দেখানো তথ্য মতে পুকুর থেকে ধারালো বটি দা, ছোড়া ও লোহার রড জব্ধ চুরি করে নেওয়া সয়াবিন তেল উদ্ধার করেছে পিবিআই। বুধবার বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া (উত্তর পশ্চিম পাড়া) গ্রামের একটি পুকুর থেকে হত্যাকান্ডের কাজে ব্যবহৃত ওই সামগ্রী জব্ধ করা হয়। জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবার দুপুরে কুমিল্লা পিবিআই কার্যালয়ে ডেকে নিয়ে সাগর মিয়াকে আটক করে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বুধবার রাতে মোচাগড়া (উত্তর পশ্চিম পাড়া) গ্রামের মৃত তালেব আলী ব্যাপারীর স্ত্রী আমেনা খাতুনকে (৮৫) রক্তাক্ত অবস্থায় বসতভিটায় মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে নিহতের ছেলে আবু ইউসুফ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে ১৩ অক্টোবর বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেন। মামলাটি থানা পুলিশে তদন্ত থাকাবস্থায় পিবিআই কুমিল্লা ছায়া তদন্ত শুরু করে। তদন্তে সামান্য ক্লো পাওয়ায় বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য নিহত আমেনা খাতুনের পরিবারের সদস্যদের মঙ্গলবার দুপুরে পিবিআই কুমিল্লা কার্যালয়ে ডাকা হয়। তখন বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদকালে সাগর মিয়া তার দাদী আমেনা খাতুন হত্যাকান্ডের কথা অপটকে স্বীকার করে। পরবর্তীতে বুধবার বিকেলে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের পুকুর থেকে একটি ধারালো বটি দা, একটি ছোড়া ও একটি লোহার রড জব্ধ করা হয়। একই সাথে চুরি করে নেওয়া ২ কেজি ওজনের দু’টি সয়াবিন তেল লুকিয়ে রাখা পাশের ঘর থেকে পিবিআই উদ্ধার করেন।
পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ধৃত সাগর মিয়া ৪ বছর পূর্বে দাদী আমেনা খাতুনের স্বর্নের গয়না ও টাকা চুরি করে। উক্ত চুরির ঘটনায় সাগর মিয়া ও তার চাচাতো ভাই হাসান মিয়াকে গ্রাম্য সালিশে ৫০ হাজার টাকা জরিমানা ও গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুড়ানো হয়। এতে তারা সামাজিক ভাবে চরম অপমানিত হলে ভবিষ্যতে বদলা নেওয়ার প্রতিজ্ঞা করে। ওই ঘটনার পর থেকে দীর্ঘদিন তারা এলাকা ছাড়া ছিল। ইতিমধ্যে গ্রামে এসে পুনরায় দাদী আমেনা খাতুনের রুমে চুরি করতে ঢুকে। টাকা ও স্বর্ণ রক্ষিত ড্রামের তালা ভাঙ্গার শব্ধ পেয়ে দাদী আমেনা খাতুন ঘুম থেকে ওঠে নাতি সাগর মিয়াকে চিনে ফেলে। তখন ধারালো বটি দা দিয়ে গলা ও মাথায় একাধিক কুপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে।