ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ছাত্রলীগ পরিচয় দিয়ে অপকর্ম করছে কুবি শিক্ষার্থী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগ পরিচয়ে বিভিন্ন জনকে হুমকি-ধামকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষী আপত্তিকর ও উগ্রবাদী মন্তব্য, নতুন ভর্তি হওয়া ছাত্রীদের মেসেঞ্জারে কু-প্রস্তাব এবং ছাত্রীদেরকে আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম আহসান হাবীব পলিন। সে ইংরেজী বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রলীগ পরিচয় দিয়ে এসব অপকর্ম চালালেও ছাত্রলীগ নেতারা জানান, ছাত্রলীগের কোন কার্যক্রমে তার অংশগ্রহণ নেই।

জানা যায়, আহসান হাবীব পলিন বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে বিদ্বেষপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন। এছাড়াও প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রীদের যৌন হয়রানি ও কু-প্রস্তাব দেয়ারও অভিযোগ রয়েছে। এছাড়া লাইব্রেরীতে বসে অশালীন ভিডিও দেখা, এবং সেখানে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ধর্ম নিয়েও বিভিন্ন সময় কটুক্তি করতে দেখা যায়। ছাত্রলীগ পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে মারধরের হুমকি ধামকি দেয়ার ঘটনা নিত্যদিনের। তবে শাখা ছাত্রলীগ এবং স্থানীয় ছাত্রলীগের কোন কার্যক্রমেই অংশগ্রহণ নেই বলে জানান ছাত্রলীগ নেতারা। তাদের অভিযোগ, “ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করছেন তিনি।” এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে গত ১৭ ডিসেম্বর ‘কালাচাঁন মিয়া’ নামক একটি ফেইসবুক পেইজের নারীর উচ্চশিক্ষা নিয়ে একটি পোস্ট করেন। সেখানে আহসান হাবীব পলিনের একটি কমেন্টে লিখেন, “বউ হিসাবে কে বেশি যোগ্য? উচ্চ শিক্ষিত চাকরিজীবী ৩০ বছরের আইবুড়ো মহিলা নাকি মাধ্যমিক পাস স্বল্প শিক্ষিত ১৬ বছরের সুন্দরী কচি মেয়ে? উচ্চ শিক্ষিত আইবুড়ো ৩০ বছরের মহিলা যখন বউ হিসাবে ঘরে আসে তখন তার বৈশিষ্ট্য হয় ২. ২৫ বছরের পর মেয়েদের যৌন চাহিদাও কমে যায়। এইসব আইবুড়ো মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে যৌন সম্পর্ক করতে আগ্রহী হয় না এবং স্বামী যৌন কর্ম করতে চাইলে সেটাকে বৈবাহিক ধর্ষণ বলে। এইসব হিজড়া টাইপের মেয়েদেরকে ছেলেরা কোন দুঃখে বিয়ে করবে? বিয়ের দুই মাস পর স্বামীকে বলে, তোমার বাবা মায়ের সাথে আমি থাকতে পারবো না। তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। উচ্চ শিক্ষিত মেয়েরা শ্বশুর শ্বাশুড়িকে নিজের আপন বাবা মায়ের চোখে দেখে না। উচ্চ শিক্ষিত মেয়েরা পরকিয়ায় জড়িয়ে পড়ে বিয়ের কিছুদিন পর। ক্যাম্পাস লাইফে চৌদ্দ পুরুষের কাছে শরীর বিলিয়ে দিয়ে বহুগামীতায় অভ্যস্ত হয়ে যায়। বিয়ের এক বছরের মাথায় নিজের স্বামীকে আর ভালো লাগে না। তখন অন্য পুরুষ খোঁজে। এভাবেই পরিবার ভেঙে যায়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চ শিক্ষিত অনেক মেয়ে তো আবার গাঁজা খেয়ে ধরা খায়। এইসব গাঁজাখোর উচ্চ শিক্ষিত আইবুড়ো মহিলা বিয়ে করলে আপনার বৈবাহিক জীবন নরকে পরিণত হবে আর আপনার বাবা মায়ের স্থান হবে বৃদ্ধাশ্রমে।”

পরে ১৮ ডিসেম্বর সামিয়া অরিন নামের একজন ফেসবুক ইউজার ‘Stand against rape’ এ পলিনের বিরুদ্ধে একটি পোস্ট দেন। নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী রাকিব মাহমুদ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে ব্যাক্তিগতভাবে মেসেজ দিয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং ছাত্রলীগ দিয়ে মারধরের হুমকি দেন পলিন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাকিব। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতেই আসে ছেলে-মেয়ে সবাই। সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্রের কোন অধিকার নেই সমস্ত উচ্চশিক্ষিত নারীদের উদ্দেশ্যে হেয় করে নোংরা কথা বলা। এদের কারণেই সমাজে নারীদের সম্মান নিশ্চিত হচ্ছে না। এই বিষয়টা বন্ধ হওয়া উচিত, এটা চলতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়টা ভালোভাবে দেখা উচিত।’

এছাড়াও তাকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীবিদ্বেষী স্ট্যাটাস দিতে দেখা যায়। তবে প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রীদের মেসেঞ্জারে উত্ত্যক্ত করা, নাম্বার চাওয়া ও কু-প্রস্তাব দেয়ার অভিযোগ করেন অনেকেই। অন্তত ১০ জন ছাত্রীর সাথে কথা বলে জানা যায়, সানি লিওনের অশালীন ছবি থেকে শুরু করে যাচ্ছে তাই মেসেঞ্জারে পাঠাতো। প্রথম বর্ষ টার্গেট করে কু-প্রস্তাব দিতো। নাম্বার চাইতো, না দিলে অশালীন ব্যাবহার এবং গালাগাল দিতো।

নাম প্রকাশ না করার শর্তে ইংরেজী বিভাগের এক ছাত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার পর তিনি নাম্বার খুজতেন, আর মেসেঞ্জারে খুবই জঘন্য অশ্লীল কথা বলতেন। আমি জুনিয়র ছিলাম তাই প্রতিবাদ করার সাহস পাইনি আমি চাই প্রকাশ্যে তার বিচার হোক।’

ইংরেজী বিভাগের আরেক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি চাই,তার ছাত্রত্ব বাতিল করা হউক।অনেকবার সুযোগ দেওয়া হইছে তাকে। কিন্তু সে নিজেকে চ্যাঞ্জ করেনি। একজন ধর্ষক এর চেয়ে কোনো অংশে কম না সে। সুযোগ পেলে এরাই ধর্ষণ করে এবং করতে পারে আরো অনেক কিছুই। তাই ছাত্রত্ব বাতিলসহ তার নামে থানায় জিডি করার জোর দাবী জানাচ্ছি।”

চতুর্থ বর্ষের আরেক ছাত্রী জানান, “মেসেজ এ সে আমাকে (পলিন) প্রেমের প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় সে আমাকে অশ্লীল ভাষায় মেসেজ দিয়ে বিরক্ত করতে থাকে। আমি মেসেজ দেখতাম না দেখে কুপ্রস্তাব দিতে থাকে। পরে আমি তাকে ব্লক দিই। এতে সে রাগান্বিত হয়ে আমার বন্ধু বান্ধবীকে আমার সম্পর্কে বিভিন্ন খারাপ কথা রটাতে থাকে।

আইন বিভাগের বারোতম এক ব্যাচের ছাত্রী বলেন, “আমাকে সে প্রেমের প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় সে আমাকে খারাপ খারাপ ছবি ও ভিডিও পাঠাতে থাকে। তার পর আমি তাকে ব্লক দিয়ে দিই।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কুমিল্লা সদর দক্ষিণ শাখা ছাত্রলীগ লেখা থাকলেও শাখা ছাত্রলীগ নেতারা বলছেন, ‘সে ছাত্রলীগের কেউ না। শুধুমাত্র নাম ব্যবহার করে সে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে।’

ছাত্রলীগ নেতা গল্প মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেন, ‘ সে যে জঘন্যতম আপরাধ করেছে তার বিচার চাই আর যেহেতু সে ছাত্রলীগের নাম বিক্রি করছে, আশাকরছি তার জন্য তাকে অবশ্যই কুবি শাখা ছাত্রলীগের কাছে জবাবদিহি করতে করতে হবে।’

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘সে শাখা ছাত্রলীগের কেউ না। ছাত্রলীগের কোন মিটিং-মিছিলে কখনোই সে ছিলো না। আগে সে ছাত্রসেনা করত। কেউ যদি ফেইসবুকে ‘শাখা ছাত্রলীগ’ লিখে রাখে তাহলে তো তার দায়ভার শাখা ছাত্রলীগ নিবে না।’

আহসান হাবীব পলিনের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, “সদর দক্ষিণ ছাত্রলীগের কার্যক্রমে তার কোন অংশগ্রহণ নাই। আমরা নেতৃত্বস্থানীয় যারা আছি, এই নামে কাউকে চিনিনা। সে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এসব করছে।”

এসব অভিযোগের বিষয়ে আহসান হাবীব পলিনের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।