ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়পরিচয়পত্রে ভেনেজুয়েলা-তুরস্কের ফাঁদে মৌলভীবাজার-সিলেট!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

বাংলাদেশে জন্মগ্রহণ করেও জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান মৌলভীবাজারের পরিবর্তে হয়ে গেছে ভেনেজুয়েলা। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। এতে উপজেলার জাতীয় পরিচয়পত্র সংশোধনকারীরা পড়েছেন দুর্ভোগে। তবে নির্বাচন অফিস বলছে, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা হচ্ছে বড়লেখা। এ উপজেলার লোকজন তাদের বিভিন্ন প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করেন।

 

তবে একাধিক ব্যক্তি অভিযোগে জানিয়েছেন, সংশোধনের ম্যাসেজ পেয়ে তারা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে। এ সময় জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান মৌলভীবাজারের পরিবর্তে ‘ভেনেজুয়েলা’ আসে।

 

ভুক্তভোগী ফয়সল আহমদ জানান, তার বোনের মূল নাম হচ্ছে রোমেনা বেগম। পরিচয়পত্রে রোমানা আক্তার হওয়াতে তিনি আক্তার পরিবর্তন করে ‘বেগম’ সংশোধনের জন্য গত জুন মাসে নির্বাচন অফিসে আবেদন করেন। গত বৃহস্পতিবার মেসেজ আসে নাম সংশোধন হয়েছে। এতে তিনি নাম সংশোধনের প্রিন্ট কপি হাতে নিয়ে দেখতে পান- তার বোনের জন্মস্থান মৌলভীবাজারের পরিবর্তে ‘ভেনেজুয়েলা’ লেখা।

 

একইভাবে শিউলী বেগম আরেক ভুক্তভোগী বলেন, সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি। এখন কী করব বুঝতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, প্রায় দুই মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে তাকে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

 

এ বিষয়টি উপজেলা নির্বাচন অফিসকে জানানো হয়েছে। তবে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা সঠিক কোনো সমাধান দিতে পারেননি। এতে বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্র সংশোধন সঠিকভাবে করতে না পারায় বিপাকে পড়ছেন এ উপজেলার সাধারণ মানুষ।

 

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, সার্ভার সমস্যায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। শুধু বড়লেখা নয়, পুরো মৌলভীবাজারেই সমস্যা হচ্ছে। 

তিনি বলেন, মৌলভীবাজারের প্রিন্টে আসছে ভেনেজুয়েলা। আর সিলেটে আসছে তুরস্ক। তবে এ বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। আশা করছি, দ্রুতই তা সমাধান হয়ে যাবে।