ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

জায়গা সংক্রান্ত বিরোধে হামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

কুমিল্লার হোমনায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হামলায় মৃত বড় ভাইয়ের স্ত্রী আহত বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের একজনকে আটক করেন পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক সকাল ১০টার দিকে হোমনা পৌরসভাধীন গোয়ারীভাঙ্গা গ্রামে।

অভিযোগসূত্রে জানা গেছে, হোমনা পৌরসভাধীন গোয়ারীভাঙ্গা গ্রামে মৃত আলাল উদ্দিনের জায়গা দখল করার উদ্দেশ্যে একই গ্রামের মৃত ছেতু মিয়ার পুত্র রাসেল মিয়া (৩৫) এর নেতৃত্বে মৃত আলাল উদ্দিনের আপন ছোট ভাই শাহ-জাহান (৪৫), মৃত ইরন মিয়ার মেয়ে মনা বেগম (২০), মৃত ইরন মিয়ার স্ত্রী জখলে বেগম হামলা চালায় নিরীহ পরিবারটির উপর। এসময় মৃত আলাল উদ্দিনের স্ত্রী ফজিলতের নেছা (৪০) বাধা দিতে গেলে তাকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে ও জোরপূর্বক ঘরে ডুকে লুটপাট করে এবং বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। তার চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এব্যাপারে,মৃত আলাল উদ্দিনের স্ত্রী আহত ফজিলতের নেছা সাংবাদিকদের বলেন, আমার স্বামীর জায়গা-জমি ও বসত ঘর জোরপূর্বক দখল করার জন্য অনেক দিন ধরে আমার দেবর শাহ-জাহান চেষ্টা চালিয়ে আসিতেছে। এবং তার সাথে বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার দিন সকালে জোরপূর্বক আমার বসত ঘরে ডুকে বসত ঘর,পাকের ঘর ও বাথরুম ভাঙচুর ও লুটপাট করে। এসময় ঘরে থাকা ১ভরি ওজনের ১টি স্বর্ণের চেইনসহ প্রায় ২লক্ষ টাকা নিয়ে যায়। আমি তাদেরকে বাধা দিতে গেলে রাসেল মিয়া ও শাহ-জাহান আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়া ধরে এবং ইরন মিয়ার স্ত্রী জখলে বেগম ও মেয়ে মনা বেগম আমাকে পিটাতে থাকে। আমার চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার সময় আমাকে প্রাননাশের গুমকি দিয়ে যায়।
অভিযোগ বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করেও অভিযুক্তদের কাউকেই পাওয়া যায়নি। তবে স্থানীয় গ্রামবাসী এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হোমনা থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের মধ্যে রাসেল মিয়া (৩৫) নামের একজনকে আটক করা হয়।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন সামাজিক ভাবে বিচার শালিশের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করার দাবী জানালে উভয় পক্ষের স্বাক্ষীর উপস্থিতিতে বাদী ও বিবাদীর কাছ থেকে রাজিনামা শর্তে স্বাক্ষর রেখে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।