ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

‘জীবন ভিক্ষা চেয়েছিলাম’, বাবা-চাচা ইট দিয়ে থেঁতলে দেন প্রেমিককে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ মে ২০২৩  

‘আমার বাবা-চাচা ইট দিয়ে মারতে মারতে মাহিনকে রক্তাক্ত করে ফেলে। আমি তার জীবন ভিক্ষা চেয়েছিলাম। কাকি আমার মুখে চেপে ধরে রাখে, আওয়াজ করতে দেয় নাই। আমি আমার বাবা ও চাচার ফাঁসি চাই।’

কথাগুলো বলছিল কুমিল্লা আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মাহিনের প্রেমিকা তন্নি আক্তার।

এর আগে, মাঝিগাছা গ্রামে মাহিনকে (২০) ডেকে নিয়ে বেদম পিটুনি দেন তন্নির বাবা-চাচা। রোববার (৭ মে) হাসপাতালে মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে ওই যুবকের বাবা হিরণ মিয়াও (৫০) মারা গেছেন।

অভিযুক্তরা হলেন- প্রেমিকার বাবা মোজাম্মেল মিয়া ও চাচা জাহাঙ্গীর হোসেন। 

নিহত মাহিনের ছোট ভাই আলম জানান, তার বড় ভাই মাহিনের সঙ্গে প্রতিবেশী সপ্তম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার রাতে মাহিনকে মেয়ের বাবা মোজাম্মেল মিয়া ও চাচা জাহাঙ্গীর হোসেন বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে মাহিনকে বেদম পিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে গুরুতর আহত অবস্থায় মাহিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে কিছুটা সুস্থবোধ করলে মাহিনকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বেলা ১১টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাহিন। পরে আবারও তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা হিরণ মিয়া বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন হিরণ মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার পর প্রেমিকার বাবা ও চাচাসহ স্বজনরা ঘরে তালা দিয়ে পালিয়ে যান।

মাহিনের প্রেমিকা তন্নি আক্তার জানান, ‘তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মাহিন আমার সঙ্গে রাত ১১টার পরে দেখা করতে চাইছিল কিন্তু আমার বাবা-চাচারা দেখা করতে দেয় নাই আমারে। আমি ওই দিন অসুস্থ ছিলাম। আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলাম। ওই সময় জাহাঙ্গীর কাকা মাহিনকে দেখে ফেলেন। তাকে ধরে ঘরে নিয়ে বসিয়ে রাখেন। তাকে আমার বাবা-চাচা ইট দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেন। আমি তার জীবন ভিক্ষা চেয়েছিলাম। আমার কাকি আমার মুখে চেপে ধরে রাখে, আওয়াজ করতে দেয় নাই। আমি আমার বাবা ও চাচা ফাঁসি চাই।’ 

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান বলেন, হামলার ঘটনায় নিহত ছেলেটি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে। দোষীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।