ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে নিজের সন্তান বিক্রি করল পিতা!!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৯  

কুমিল্লার দেবিদ্বারে মো. সেলিম মিয়া নামক এক বাবার বিরুদ্ধে, ২,৫৫০০০ টাকায় পাঁচ মাসের শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার জাফরগঞ্জ ইউপির বারুর গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ইয়াছিন।
শিশুর মা বিলকিস বেগম বলেন, একটি মাইক্রোবাসে কয়েকজন আমার কোল থেকে শিশুকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। তাকে দিতে না চাইলে স্বামী মারধর করেন। এক পর্যায়ে তারা সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়। তার বাবা চরবাকর গ্রামের নুরুল ইসলামের মাধ্যমে, নিজ ছেলেকে বিক্রি করেছে বলে খবর পেয়েছি। সে জুয়া খেলে সর্বস্বান্ত হয়েছে। এখন ছেলেকে বিক্রি করেছে। আমার সন্তান কোথায় আছে জানি না। তাকে ফেরত চাই।
অভিযুক্ত স্বামী সেলিম মিয়া বলেন, ২২ বছর আগে বিয়ে করি। স্ত্রী ও পাঁচ ছেলে এবং এক মেয়ে নিয়ে অভাবে দিন কাটছে। তাই কুমিল্লার এক নিঃসন্তান পরিবারে ছেলেকে দত্তক দিয়েছি। এর বিনিময়ে টাকা পয়সা নেইনি। সন্তান ভাল থাকবে, লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে।
নুরুল ইসলাম বলেন, সন্তান বিক্রয় করা হয়নি।ওই পরিবারের সম্মতি নিয়েই কুমিল্লার এক নিঃসন্তান শিক্ষক পরিবারে দত্তক দিয়েছি। তবে পরিবারের পরিচয় জানি না। যার কাছে শিশুটি দিয়েছি, তার নাম্বার নেন।
ফোন দিলে শামীম নামের এক শিক্ষক বলেন, আমি নিঃসন্তান। অনেকদিন ধরে একটি সন্তান দত্তক নেব বলে খোঁজছি। ছাত্রের মাধ্যমে সন্তান দত্তক নেয়ার মাধ্যম নুরুল ইসলামকে পাই। সে দুই লাখ টাকা দাবি করে। তবে আমার সামর্থ না থাকায় শিশুটিকে অন্য একটি ধনাঢ্য নিঃসন্তান পরিববারকে দেই।
তিনি বলেন, ১৬ মার্চ এসে বাচ্চা দেখে পছন্দ করেন অন্য নিঃসন্তান পরিবার। ২৯ মার্চ ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এ বাচ্চা আর কখনো দাবি করতে পারবে না, তার খোঁজখবরও নিতে পারবে না শর্তে, তিনজন সাক্ষীর স্বাক্ষর নিয়ে ২ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে বাচ্চা নেয়া হয়।
তিনি আরো বলেন, বাচ্চা গ্রহীতার নাম মঞ্জু, তিনি চট্টগ্রামে অডিটর হিসেবে কর্মরত আছেন। বাচ্চাটি ভালো থাকবে। তিনি বিশাল সম্পদের মালিক। বড় হলে শিশুটি সবকিছুর মালিক হবে। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, বিষয়টি শুনেছি। সবার সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটিকে মায়ের কোলে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। দেবিদ্বার ইউএনও রবীন্দ্র চাকমা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। যেহেতু বিষয়টি শুনেছি, তদন্ত করে বাচ্চা উদ্ধারসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।