ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

জেলা আওয়ামী লীগ সম্মেলন ঘিরে ব্যাপক লবিং

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে জেলা নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ৭টি উপজেলার ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

আগামী ৯ ডিসেম্বর চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৭ জন প্রভাবশালী প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে জোর লবিং তদবির চালিয়ে যাচ্ছেন তারা। জেলা নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথেও বেশ সু- সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা।

সভাপতি পদে ৩জন প্রার্থী হলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ বর্তমান সভাপতি আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মু. রুহুল আমিন। আসন্ন সম্মেলনে সভাপতি পদে ওই তিন প্রার্থীর
মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের তিন বারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। 

সাধারণ সম্পাদক পদে চার প্রার্থী হলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম হুমায়ূন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রোশন আলী মাস্টার, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি এবং হোমনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল। 

এদিকে আগামী ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে কুমিল্লা উত্তর জেলার রাজনৈতিক সদর চান্দিনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট থেকে সম্মেলনস্থল চান্দিনা মহিলা কলেজ পর্যন্ত ব্যানার ফেস্টুন ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার কারছে নেতা- কর্মীরা। অধিকাংশ তোরণে ও ফেস্টুনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জাহাঙ্গীর আলম সরকারকে সভাপতি হিসেবে দেখতে চায় বলে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এদিকে সম্মেলন সফল করতে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্মেলনস্থলটি এই উপজেলায় হওয়ায় সুষ্ঠুভাবে সম্মেলন সম্পন্ন করতে বদ্ধপরিকর এই উপজেলার নেতৃবৃন্দ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চান্দিনা মহিলা কলেজে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন- ‘সম্মেলনের আয়োজক হিসেবে আমরা গর্বিত। সফলভাবে সম্মেলনটি সফল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ নেতারা সবাই সম্মেলন স্থলের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।’