ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

জেলা প্রশাসকের উপস্থিতিতে আইন -শৃঙ্খলাসভা অনুষ্ঠিত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯  

উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার চান্দিনা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ২৫ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়াররম্যান বীর মু্ক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, চান্দিনা পৌর সভা মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ( ও.সি) মো. আবুল ফয়সল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।

আলোচনা সভায় আরো বক্তৃতা করেন গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু মুছা মজুমদার, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মাে. সেলিম প্রধান,এতবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মামুনুর রশিদ( আবু),সাবেক ভিসি মো. শামসুল হক।

সভাপতি স্নেহাশীষ দাশ তাঁর বক্তব্যে চান্দিনার সার্বিক অবস্থার বর্ণনা দেন, এরপর সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।প্রধান অতিথি অত্যন্ত মনোযোগ সহকারে সকলের বক্তব্য শুনেন এবং পরে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ওনার বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি সকল বক্তার বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন এবং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথি সুযোগ্য জেলাপ্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, জনভোগান্তি কমাতে ও সুশৃঙ্খল চান্দিনা গড়তে যানজট নিরসন, ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার, পরিবেশ ও পারিপার্শ্বিকতার উন্নয়ন,পরিবহন ও যাত্রীভাড়া নির্ণয় ও তালিকা প্রকাশ,মাদক-জঙ্গিবাদ-ইভটিজিং রোধকরণ, স্বাস্থ্যখাতে অনিয়ম দূরীকরণসহ সকল প্রকার অনিয়ম দূরীকরণের নিমিত্তে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিজ দায়িত্ব পালন করতে হবে।পাশাপাশি জাতীয় জরুরি সেবা প্রদানে সরকারের চালু করা নম্বরগুলো জনসাধারণকে জানাতে হবে এবং উপরোক্ত বিষয়গুলো বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আবুল হাসেম, জোয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেহেদী হাসান তালুকদার, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকিুর রহমান, উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোহাম্মদ  মাজহারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি  কর্মককর্তা,কর্মচারী বৃন্দ।