ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

জেলা মহিলা আ’লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

 চান্দিনায় উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী জাহাঙ্গীর আলমকে ফ্রিডমপার্টির কো-অর্ডিনেটর উল্লেখ করে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্য ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা উপজেলার সংবাদপত্র অফিসে ওই সাংবাদিক সম্মেলন করেন তারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম কাজী জাহাঙ্গীর আলম এর স্ত্রী কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী সখিনা আলম।

তিনি জানান- গত ৭ সেপ্টেম্বর দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ প্রস্তাবিত কমিটিতে ফ্রিডম পার্টির নেতা-কর্মী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে আমার স্বামী মরহুম কাজী জাহাঙ্গীর আলমকে ফ্রিডম পার্টির কো-অর্ডিনেটর ছিলেন বলে উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

প্রকৃত পক্ষে আমার স্বামী ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। রাজনৈতিক জীবনে ছাত্রলীগ, যুবলীগ সংগঠন করার পর ১৯৮৭সালে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৪সাল থেকে ২০০১ পর্যন্ত আমৃত্যু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৭সালে চান্দিনা পৌরসভার প্রথম পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে পৌর চেয়ারম্যান পদে নির্বাচন করেন। আমার বড় ছেলে কাজী গোলাম দস্তগীর পাপন ২০১৩সাল থেকে ২০১৯সালের ডিসেম্বর পর্যন্ত উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া আমার দেবর বীর মুক্তিযোদ্ধা কাজী গোলম মোস্তফা ২০০৬ সাল থেকে ২০১৯সাল পর্যন্ত পৌর আওয়ামীলীগ সভাপতির দায়িত্ব পালন করেন।

আমাদের পরিবারের প্রতি ইর্ষাণি¦ত হয়ে জেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ আলম সাংবাদিকের মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমাদের পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। প্রকৃতপক্ষে ১৯৮৮ইং ফ্রিডম পার্টি আর্বিভ‚ত হওয়ার সময় মহিউদ্দিন আহমেদ এর পিতা এডভোকেট শহিদুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি থাকা সত্বেও  ফ্রিডম পার্টির লিগ্যাল এডভাইজারের দায়িত্ব পালন করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, পৌর আওয়ামীলীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ সাবেক সদস্য কাউন্সিলর দৌলতুর রহমান, রফিকুল ইসলাম লবু, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটি সদস্য কাজী আখলাকুর রহমান জুয়েল প্রমুখ।