ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

টুটুলের আবিষ্কার: পলিথিন থেকে জ্বালানি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের জসিম উদ্দীন টুটুল। পেশায় কাঠমিস্ত্রি হলেও নতুন কিছু আবিষ্কারে চিন্তায় থাকেন। এমন চিন্তা থেকেই পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক থেকে মূল্যবান জ্বালানি তেল উৎপাদন করেছেন তিনি। যা চমক সৃষ্টি করেছে এলাকাজুড়ে।

গবেষণার মধ্য দিয়ে তেল উৎপাদন করতে পারলে জ্বালানি আমদানি নির্ভরতা কমবে বলে আশায় বুক বেঁধেছেন টুটুলসহ এলাকাবাসী। সহযোগিতা পেলে এ অঞ্চলের মানুষের সব ধরনের জ্বালানি তেল বাজার দরের চেয়ে অর্ধেক দরে দিতে পারবেন বলে জানান টুটুল।

 

তেল তৈরির পর এলাকায় বিক্রি করছেন টুটুল

তেল তৈরির পর এলাকায় বিক্রি করছেন টুটুল

টুটুল ফার্নিচার তৈরির কাজ করেন। গত কয়েক মাস ধরে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের বোতল জ্বালিয়ে তৈরি করছেন পেট্রল, ডিজেল ও মিথেন গ্যাস। নিজের মোটরসাইকেল চালাচ্ছেন এ পেট্রল দিয়েই।

এছাড়া অবশিষ্ট ডিজেল বিক্রি করছেন স্থানীয় শ্যালো ইঞ্জিন মালিকদের কাছে। পেশাগত কাজের ফাঁকে জ্বালানি তেল তৈরির খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থাকেন তিনি।

টুটুল বলেন, ইউটিউবে একটি ভিডিও দেখে উদ্বুদ্ধ হই। কাজের ফাঁকে পলিথিন ও প্লাস্টিকের বোতল জোগাড় করি। শুক্রবার ছুটির দিনে বাড়ির পাশেই এ কাজ করি।

তিনি বলেন, স্বচ্ছ ও পরিষ্কার পলিথিন হলে এক কেজি জ্বালিয়ে ৭০০ গ্রাম তেল পাওয়া যায়। এ তেল বর্তমান বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে বিক্রি করেও লাভ থাকবে।

স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, স্থানীয় বেশ কয়েকজন টুটুলের কাছ থেকে কম দামে পেট্রল কিনে মোটরসাইকেলে ব্যবহার করছেন। এতে তাদের খরচ সাশ্রয় হচ্ছে। তাদের মতো আমিও টুটুলের তৈরি পেট্রল দিয়ে মোটরসাইকেল চালাই। ইঞ্জিনে কোনো সমস্যাও হচ্ছে না।

তেল উৎপাদনের বিষয়টি এলাকাবাসীর কাছে অবিশ্বাস্য ও বিস্ময়কর। তাইতো উৎসুক মানুষের ভিড় জমে থাকে টুটুলের বাড়িতে। তারা জানান, টুটুলের এ কাজ দেখে আগে মনে হয়েছিল পাগলামি। এখন দেখেন সে একজন বিজ্ঞানী হয়ে গেছেন।