ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার তিন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

রাজধানীর উত্তরায় ডিবি পরিচয়ে ৮ লাখ টাকা ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা হলো- মিজানুর রহমান ওরফে বাচ্চু (৪২), নূর আমিন মোল্লা (৩১) ও সজিব আহম্মেদ (২৬)।

সোমবার রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) গেটের বিপরীত দিকে একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, ওয়াকিটকি সেট ও ডিবি স্টিকার লাগানো একটি প্রাইভেট উদ্ধার করা হয়। 

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম মঙ্গলবার এ তথ্য জানান। 

তিনি বলেন, গত ২১ অক্টোবর মোস্তফা জামান নামে এক ব্যক্তি বিমানবন্দরের পূবালী ব্যাংক থেকে ৭ লাখ ৬৫ হাজার টাকা তোলেন উত্তোলন করেন। পরে এ টাকা উত্তরা আইএফআইসি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মোস্তফা জামান। পথে ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের সামনে এলে ৫ থেকে ৬জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাকে ১টি প্রাইভেটকারে উঠিয়ে নেয়। প্রাইভেটকারে উঠানোর পর তাকে চোখ বেঁধে মারপিট করে দুর্বৃত্তরা। পরে অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে ৭ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোস্তফা জামানকে ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে ফেলে যায় দুর্বত্তরা। পরে তিনি মামলা করেন।

এদিকে অভিযোগ পাওয়ার পর ছায়া তদন্তে নামে র‌্যাব, বাড়িয়ে দেয়া হয় গোয়েন্দা নজরদারি। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে সংঘবদ্ধ এই ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ডিবি স্টিকারযুক্ত ১টি প্রাইভেট ও ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এ দলের কয়েকজন পলাতক রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তাদের দলে ৮ থেকে ১০ জন সদস্য রয়েছে। পলাতক শ্যামল ওরফে সবুজ ওরফে সুলতান ও গ্রেফতার মিজানুর রহমান ওরফে বাচ্চু এ দলের মূল হোতা। দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে তারা ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলেও স্বীকার করেছে অপরাধীরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে মাঠে রয়েছে র‌্যাব।