ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

তাণ্ডব মামলার আসামীকে থানা থেকে ছাড়িয়ে নিলেন আ.লীগ নেত্রী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হেফাজতের তাণ্ডব মামলার গ্রেপ্তারকৃত আসামী শরীফপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা দুলাল মিয়াকে ছাড়িয়ে নিয়ে গেছে আশুগঞ্জ উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী।

আশুগঞ্জে এই ঘটনাটি বিতর্কের জন্ম দেয়। অনেকে আ.লীগ নেত্রী বা পুলিশ কর্মকর্তাদের নিয়ে সমালোচনা করে বিভিন্ন মন্তব্যও করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, হেফাজত তাণ্ডব মামলার অজ্ঞাত আসামী শরীফপুর ইউনিয়ন বিএনপির নেতা দুলাল মিয়াকে বৃহস্পতিবার সন্ধ্যায় খোলাপাড়া বাজার থেকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) নুপুর সাহা ও উপ-পরিদর্শক (এস আই) ইকবাল হোসেনের নেতৃত্বে আশুগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারের পর দুলালকে থানা হাজতে রাখার পর জোসনা চৌধুরী সুপারিশে ছাড়া পাই দুলাল।

এদিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে জানান, দুলালকে সন্দেহজনক ভাবে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

যদিও গ্রেপ্তারের সময় আসামীকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যেতে দেখেন স্থানীয়রা।

আশুগঞ্জ উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী বলেন, সে আ.লীগের পরিবারের সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ সত্যতা না পেয়ে তাকে ছেড়ে দেন পুলিশ।

তবে শরীফপুর ইউনিয়ন আ.লীগের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায় দুলাল একজন সরকার বিরোধী সমর্থক।