ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

তারকা তৈরির কারখানায় নারীদের দিয়ে যা করানো হয়

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

তারকা হতে আবার কারখানায় যেতে হয় না-কি! জানলে অবাক হবেন যে চীন, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে তারকা তৈরির উদ্দেশ্যে রয়েছে পপ স্টার ফ্যাক্টরি। যেখানে মাত্র তিন বছর বয়স থেকে শিশুরা প্রশিক্ষণ নেয়া শুরু করে।

এই পপ তারকা হওয়া আদতে কতটা কঠিন, কতটা কাঠখড় পুড়িয়ে নাচ শিখে হতে হয় তাদের। আবার কতটা সহজেই তারা হারিয়ে যান জনপ্রিয়তার ভিড়ে। এই পপ তারকা হওয়ার মূল্য কতটা পরিশোধ করতে হয় শিল্পীদের, জেনে নিন সে সম্পর্কে-

 

ছোট থেকেই প্রশিক্ষণ নিতে হয় তাদের

ছোট থেকেই প্রশিক্ষণ নিতে হয় তাদের

মানসিকভাবে তারকা হওয়ার লক্ষ্য নিয়ে ছোট থেকে বড় হতে থাকে শিশুরা। শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক ধকলও আছে। পপ আইডল হতে চাওয়া আর যুদ্ধের প্রস্তুতি নেয়া একই কথা। এই যুদ্ধে নেমে অনেকেই শেষ পর্যন্ত টিকতে পারেন না। তারাই টিকে থাকেন, যারা নিজেকে সর্বোচ্চ কষ্ট দিয়ে হলেও সফলতার চূড়ায় পৌঁছাতে চান।

বিশ্বের যেকোনো দেশের তুলনায় চীনারা অনেক বেশি সংস্কৃতিমনা। তারা খুব ছোট বেলা থেকেই বিভিন্ন পেশার জন্য তৈরি হতে থাকে। চীনে পপ তারকাদের বেশ কদর রয়েছে। আর তাই চীনে গড়ে উঠেছে পপ তারকা তৈরির এজেন্সি।

 

নাচে গানে পারদর্শী হতে হয় তাদের

নাচে গানে পারদর্শী হতে হয় তাদের

চীনের এই পপ তারকা তৈরির আইডল শিল্প শত শত কোটি ডলারের ব্যবসা। চীনের বেইজিং এ রয়েছে অসংখ্য পপ তৈরির ট্রেনিং প্রতিষ্ঠান। সেখানে তিন বছর থেকে শুরু করে নানা বয়সী মেয়েরা ট্রেনিং নিতে আসে। ছেলেবেলা থেকেই নানা বিদ্যায় তাদের তৈরি করা হচ্ছে। এসব এজেন্সিগুলো তাদের ট্রেইনিদের বিভিন্ন ট্যালেন্ট শো’তে পাঠায়। তাদের আশা এখান থেকে বিজয়ীরা একসময় বিখ্যাত হবে।

এই তরুণ পপ আইডল শিক্ষানবিশরা ভবিষ্যতে তারকা হওয়ার স্বপ্ন দেখে। সেখানকার একজন শিক্ষার্থী ইয়াং জিংশিন জানায়, সে প্রায় তিন বছর ধরে এখানে আইডল হওয়ার ট্রেনিং নিচ্ছে। মাত্র ১২ বছর বয়সী ইয়াং আরো বলেন, পপ আইডলের জীবনে গ্ল্যামার রয়েছে। তারা দেখতে সুন্দর। আর তাই ইয়াংও পপ তারকা হতে চান। নাচের একেকটি মুভ আয়ত্ব করতে সে আধা ঘণ্টা সময় দেয়। 

 

মঞ্চ মাতোনোই তাদের কাজ

মঞ্চ মাতোনোই তাদের কাজ

মুখের অভিব্যক্তিও বোঝার চেষ্টা করে। সবগুলো মুভ একসঙ্গে গেঁথে যতক্ষণ না তার শার্ট ঘামে ভিজে যায় ততক্ষণ পর্যন্ত অনুশীলন করে। তবে পপ আইডলের জনপ্রিয়তার আয়ু অনেক কম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ধারও কমে যেতে থাকে। শিক্ষা-দীক্ষা না থাকলে তাদের পরবর্তী জীবন খুব সহজ হয় না। 

নিজের প্রতি তারা গভীর বিশ্বাস রাখে। ভালোভাবে ট্রেনিং আর লেখাপড়া না করলে জীবনটা নষ্ট হয়ে যাবে। ইয়াং এর ধারণা এতে তার জীবনের কোনো মানে থাকবে না। সে ধরণের জীবন সে চায়ও না। তাই পপ তারকা হওয়ার পাশাপাশি নিজেকে শিক্ষিত ও যোগ্য করে তুলতে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি।