ব্রেকিং:
কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক
  • বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

তিতাস উপজেলা রাস্তার সংস্কার কাজে ধীরগতি, ভোগান্তিতে এলাকাবাসী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২  

কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি টু রায়পুর যাতায়াতের প্রধান সড়কের সংস্কার কাজ চলছে। কাজ ধীরগতিতে চলার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, চালক ও এলাকাবাসীদের।

এই রাস্তাটি দিয়ে উপজেলার বলরামপুর, কলাকান্দি, ভিটিকান্দি, নারান্দিয়া ইউনিয়নসহ পাশ্ববর্তী উপজেলা মুরাদনগর ও দাউদকান্দির কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। কিন্তু রাস্তাটির একদিকে খানাখন্দ অন্যদিকে ঠিকাদার রাস্তাটি খুঁড়ে রাখায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ এক যোগ এই রাস্তাটির বেহাল অবস্থা থাকার পরে সংস্কার কাজ শুরু হয় গত ৬ মাস পূর্বে। এতে এই অঞ্চলের লোকজনের ভেতর আশার আলো জাগে। কিন্তু ঠিকাদারের অবহেলার কারণে দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির তিতাস উপজেলার কদমতলি হতে আসমানিয়া অংশে প্রায় তিন কিলোমিাটার রাস্তায় নিম্নমানের ইটের সুড়কি ফেলে রোলার মেশিন দিয়ে ডলে রাখা হয়েছে। তার উপর দিয়ে যানবাহন চলাচলের কারণে ধুলাবালির পরিমাণ বেড়েছে বহু গুণ। এতে প্রতিদিনই ছড়িয়ে পড়ছে ধুলার দূষণ এবং নানা রোগে আক্রান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হুমকির মধ্যে পড়েছে জনস্বাস্থ্য। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকেই দায়ী করছেন সচেতন মহল ও পথচারী। এমনকি ঐ এলাকার আবাসস্থলও বসবাসের অযোগ্য হয়ে পরেছে।

আটোরিকশা চালক সুজন জানান, এ রাস্তা দিয়ে গাড়ি চালালে গাড়ির টায়ার স্পিংসহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। গাড়ি কাদ হয়ে পরে যায়। এছাড়াও ধুলাবালির কারনে সচরাচর আমরা এই রাস্তায় গাড়ি চালাই না।

পথচারী ও রাস্তার পাশে বসবাসকারীরা বলেন, রাস্তার কাজ ধীরগতি হওয়ায়  আমাদের চলাচলে খুব কষ্ট হচ্ছে। এবং ধুলাবালির কারনে রাস্তায় চলাচলতো দুরের কথা বাড়িতে থাকায়টা অসম্ভব হয়ে পরেছে। এতে বিভিন্ন জনে নানা রোগে আক্রান্ত হচ্ছে। এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

তিতাস উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, মালামালের দাম ঊর্ধ্বগতি হওয়ায় ঠিকারদার ধীরগতিতে কাজ করছে। আমরা দ্রুত কাজ শেষ করার জন্য চেষ্টা করছি।