ব্রেকিং:
‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা জাহাজসহ জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের সবশেষ অবস্থা জানা গেছে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রমজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ রোজায় স্কুল খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর আম্বানিপুত্রের বিয়েতে যে দামি উপহার দিলেন শাহরুখ-সালমান মেয়র পদে উপনির্বাচন- কুমিল্লায় জয়ী বাহারকন্যা সূচনা
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

থমকে যাওয়া টিসিবি’র পণ্য ফের চালু হচ্ছে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ মে ২০১৯  

এখন থেকে বছর জুড়েই টিসিবির নিত্য পণ্য বিক্রয় কার্যক্রম চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন, টিসিবির পরিচালক মাইনুদ্দিন আহম্মেদ। রোববার দুপুরে টিসিবির ডিলারদের মাল সরবরাহ নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

গেল বৃহস্পতিবার দিন শেষে হঠাৎ করে পণ্য সরবরাহ বন্ধ রাখায় রোববার ডিলাররা কারওয়ান বাজার টিসিবির পরিচালকের সঙ্গে আলোচনায় বসেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির একজন কর্মকর্তা জানান, গত বছর টিসিবির পণ্য বিক্রয়ে ডিলারদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় এবার চাহিদার চেয়ে কম পণ্য মওজুদ এবং ক্রয় করা হয়েছে। গত কয়েক বছর ধরেই পণ্যের গুণগত মান ভাল হওয়ায় ভোক্তাদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। তাই এবার চাহিদা বেড়ে যাওয়ায় পণ্য সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। তাই ঢাকায় সীমিত আকারে পাঁচটি স্পটে ট্রাক সেল চালু রাখা হয়েছে। জনবহুল এই এলাকাগুলো হচ্ছে, সচিবালয়ের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে, বাংলাদেশ ব্যাংকের সামনে, ঢাকা জেলা প্রশাসক চত্বর এবং ফার্মগেট খামার বাড়ি এলাকায়। 

টিসিবির ডিলার সমিতির সভাপতি জানিয়েছেন, আমরা টিসিবির পরিচালকের কাছে ঢাকায় বন্ধ হওয়া ৪৫টির স্থলে অন্তত ২০টি স্পটে ঈদের আগের দিন পর্যন্ত তেল ও চিনি দুটি করে পণ্যের ট্রাক সেল অব্যাহত রাখার দাবি জানিয়েছি।

টিসিবির পণ্যে ভোক্তাদের চাহিদায় পরিচালক সন্তোষ প্রকাশ করেছেন। টিসিবির পরিচালক ডিলারদের জানিয়েছেন  আগামীতে সারা বছর জুড়েই এই পণ্য বিক্রয় করার পরিকল্পনা রয়েছে। 

এদিকে টিসিবির পরিচালক মাইনুদ্দীন আহম্মেদ জানিয়েছেন, ডিলারদের দাবি অনুযায়ী ট্রাক সেল বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, তিনি আপাতত পণ্য সরবরাহ সীমিত করার বিষয়টি নীতিগত বলে মন্তব্য করেন। তবে তিনি স্বীকার করেন টিসিবির পণ্যের প্রতি ভোক্তাদের  চাহিদা বেড়েছে। আগামীতে ভোক্তাদের ব্যাপক চাহিদার বিষয়টি গুরুত্ব দেয়া হবে।