ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দাউদকান্দিতে পল্লী চিকিৎসকের নামে ভুল চিকিৎসার অভিযোগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১  

কুমিল্লার দাউদকান্দিতে এক পল্লী চিকিৎসকের নামে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত রোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (৪সেপ্টেম্বর) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।

অভিযোগ সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভার ঢাকারগাঁও সরকার বাড়ির সাত্তার সরকারের স্ত্রী নার্গিস বেগম (৪৯) চিকিৎসার জন্য গত ১৪ আগষ্ট শহিদনগর বাসস্ট্যান্ডে পল্লী চিকিৎসক হারুন উর রশিদের চেম্বারে যান। এলার্জি জনিত সমস্যার কথা বললে তাকে ইনজেকশন দেয়ার কথা বলে হারুন। ইনজেকশন নিতে অপরাগতা করলে রোগী এবং সাথে থাকা তার মেয়ে তানজিলা বেগমের সাথে খারাপ আচরণ করেন হারুন। এক পর্যায়ে কথা বলার ফাকে বোরকা এবং কাপড়ের উপর দিয়েই ইনজেকশন পুশ করে দেন পল্লী চিকিৎসক হারুন। তিনদিন পর নার্গিস বেগমের হাতে ব্যাথা এবং ফুলে যায় । এর পর আবার ওই চিকিৎসকের নিকট নিয়ে গেলে ব্যাথার ওষুধ খেতে দেয়।

নার্গিস বেগমের মেয়ে তানজিলা আক্তার জানান, আমরা না করার পরও কোন রকমের পরীক্ষা ছাড়াই সে মায়ের শরীরে ইনজেকশন পুশ করে দেয়। মায়ের হাতে যেখানে ইনজেকশন দিয়েছে এখন সেখানে পচন ধরে গেছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অপারেশন করার কথা বলেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শহিদ নগর বাস স্ট্যান্ডে “ মেসার্স শাহজাহান মেডিকেল হল” সাইনবোর্ড ঝুলিয়ে ওষুধ ব্যবসার পাশাপাশি বেড বসিয়ে চেম্বার করে রোগী দেখেন পল্লি চিকিৎসা হারুন উর রশিদ। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বিকার করে বলেন, কোথায় কি হয়েছে এখন আমার উপর দায় চাপাতে চাইছে। আমি এবিষয়ে কিছুই জানিনা।

স্থানীয়রা জানান, পল্লী চিকিৎসকদের হাতে গ্রামের গরীব রোগীরা প্রায় প্রতারনার শিকার হচ্ছেন। কিছুদিন আগে বিল্লাল হোসেন নামে এক পল্লী চিকিৎসকে মেজিস্ট্রেট আটক করলে মুচলেকার মাধ্যমে ছাড়া পান।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম শোভন বলেন, এ ঘটনার অভিযোগের প্রেক্ষিতে ডাঃ সিনথিয়া তাসমিনকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।