ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দাউদকান্দিতে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের আন্দোলন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

বকেয়া বেতন ভাতার দাবীতে ভাংচুর ও বিক্ষোভ করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর সোনালী আঁশ জুট মিলের শ্রমিকরা।

মঙ্গলবার(৩১মার্চ) দুপুরে বিক্ষুব্দ শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে কয়েকটি সিসি ক্যামেরা ও সার্ভার কক্ষ ভাংচুর করে।

বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, গত ৮ সপ্তাহ যাবৎ বেতন পাইনা, আজ দিবে কাল দিবে বলে ৮ সপ্তাহ পার করেছে। গত ২১ মার্চ মিলের উপ-সহকারী প্রকৌশলী শামীম আহম্মেদ শ্রমিকদের বেতন পরিশোধের দাবী জানান মালিক পক্ষের নিকট। ওইদিন রাতেই মালিক পক্ষের লোকজন শামীমকে মারধর করে পরদিন চাকরী থেকে অব্যাহতি দিয়ে দেয়। ২৫ মার্চ শ্রমিকরা বেতন পরিশোধের দাবী জানালে স্থানীয় মনির হোসেন নামে মিলের কর্মচারী শ্রমিকদের উপর হামলা চালায়। ওই দিন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান সোনালী আশঁ কতৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের ৩০ মার্চ সবার বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানান। বকেয়া বেতনের দাবীতে আন্দোলন করায় ২৭ মার্চ প্রায় ৫০জন শ্রমিককে এক সপ্তাহের বেতন পরিশোধ করে চাকরী থেকে ছাটাই করে মিল কতৃপক্ষ। ছাটাই হওয়া শ্রমিকরা ৩১মার্চ মঙ্গলবার দুপুরে মিলে গেইটে বিক্ষোভ করলে ভিতরের কাজ করা শ্রমিকরা এসে তাদের সাথে আন্দোলন শুরু করেন। বিক্ষুব্দ শ্রমিকরা গেইটের কয়েকটি সিসি ক্যামেরা ও সার্ভার কক্ষ ভাংচুর করে।

জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের প্রভাবে আমাদের সিপমেন্ট বন্ধ থাকায় শ্রমিকদের কয়েক সপ্তাহের বেতন আটকে গেছে। এনিয়ে ২৫ মার্চ আন্দোলন করা হলে কয়েকজনকে বেতন দিয়ে চাকরী থেকে ছাটাই করা হলে তারাই(ছাটাইকৃত) এসে আজকে এ হামলা ও ভাংচুর চালায়।

শ্রমিকদের তোপের মুখে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আমিনুল ইসলামসহ আমরা কয়েকজন দৌড়ে বাংলোতে গেলে সেখানে গিয়ে তারা ভাংচুর ও লুটপাট করে । এ হামলায় মিলের ক্ষতির পরিমান দুই কোটি টাকা উপড়ে বলে দাবী করেন এ কর্মকর্তা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ আলম জানান, গত সপ্তাহে শ্রমিদদের আন্দোলনের কথা শুনে ইউনো স্যারসহ আমরা মিল মালিকের সাথে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করি যে রবি/সোমবারে বকেয়া বেতন পরিশোধ করবে মালিক পক্ষ। এর মধ্যে শুনেছি যে এক সপ্তাহের বেতন পরিশোধ পরিশোধ করে আন্দোলনকারী ৫০জন শ্রমিককে ছাটাই করেছে। হয়তো ত্রাাই আজকে আন্দোলন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, সারা বিশে^র জন্য এখন সংকটময় সময় চলছে। এসময়ে অনেক মিল কারখানা বন্ধ থাকলেও সোনালী আশঁ মিলটি তারা চালাচ্ছেন। আর এই সংকটময় মুহুর্তে বকেয়া বেতনের দাবীতে আন্দোলনের কথা শুনে গত সপ্তাহে গিয়ে জানতে পারি যে শ্রমিকদের বকেয়া বেতন এক কোটি উনিশ লাখ টাকা। উনিশ লাখ টাকা পরিশোধ করে আন্দোলনকারী শ্রমিক ছাটাই করা হয়েছে। আজ(মঙ্গলবার) শ্রমিকরা আবার আন্দোলন করছে শুনেছি। আমি সেখানে যাচ্ছি।

সোনালী আঁশ জুট মিলের মালিক মাহবুবুর রহমান পাটওয়ারী ফোনে জানান, গত ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে বলেছি যে, ৩০ মার্চের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবো। সাপ্তাহিক ছুটি ও করোনা কারনে এর মধ্যে ব্যাংক বন্ধ হয়ে গেছে। দুই ঘন্টা খোলা থাকলেও চেক ক্যাশ হয়নি তাই কথা রাখতে পারিনি। শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য মিল চালু রেখেছি এবং তাদের জন্য তিন ট্রাক চাউল এবং এক ট্রাক ডাল কিনে মিলে রেখেছি। আগামী ১, ২ তারিখে টাকা পাবো। এর মধ্যেই শ্রমিকরা হামলা ভাংচুর ও লুটপাট করে আমাদেরকে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে ফেলেছে।