ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দাউদকান্দির ট্রমা সেন্টারে দেওয়া হয় শুধু সর্দি-কাশির চিকিৎসা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২  

কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ট্রমা সেন্টারটি উদ্বোধনের ১৬ বছর পেরিয়ে গেলেও সম্পূর্ণরূপে চালু হয়নি আজও। ২০০৬ সালে প্রতিষ্ঠা করা হয় ট্রমা সেন্টারটি। ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতলটি প্রতিষ্ঠার দীর্ঘ সময়েও আশানুরূপ সেবা দিতে না পারায় হতাশ ওই এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সবচেয়ে দুর্ঘটনা কলবলিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয় দাউদকান্দির শহীদনগর এলাকাকে। বেশি দুর্ঘটনা ঘটায় ওই এলাকায় হতাহতদের চিকিৎসার জন্য শহীদনগরে ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি, জনবল ও ওষুধের সরবরাহ না থাকায় নানা সংকটে সেন্টারটি এখন চিকিৎসার পরিবর্তে বছরের পর বছর ধরে প্রায় অকেজো পড়ে আছে। দুর্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় ঢাকা কিংবা কুমিল্লায়। বর্তমানে সেখানে দুর্ঘটনায় আহত রোগীর পরিবর্তে মাথাব্যথা, জ্বর ও সর্দি-কাশির চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে এনেসথেসিওলজিস্টের পদ শূন্য আছে। একজন অর্থোপেডিক সার্জন থাকলেও অপারেশনের ব্যবস্থা না থাকায় তিনি কুমিল্লা জেনারেল হাসপাতালে সংযুক্তিতে কর্মরত আছেন। তিনজন মেডিকেল অফিসার থাকলেও রোগী না থাকায় একজন ট্রমা সেন্টারে, অপর দুইজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। নার্স ও চিকিৎসক সহকারী আছেন তিনজন। 

ট্রমা সেন্টারটির মেডিকেল অফিসার ডা. ফারজানা আক্তার বলেন, বহির্বিভাগে সামান্য কিছু চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা ছাড়া এখানে চাহিদানুযায়ী চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা আপাতত নেই।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ-আল-হাসান  বলেন, ট্রমা সেন্টার চালু করতে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতিসহ যা যা প্রয়োজন তা পেতে সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সরকার পদক্ষেপ নিলে দুর্ঘটনায় আহতরা ঢাকায় না গিয়ে এখানেই উন্নত সেবা পাবে।

কুমিল্লার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, এ ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু করার সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত জড়িত। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। শহীদনগর হাসপাতালটি আমাদের জন্য কনসার্ন। এই হাসপাতালটির সকল সেবা চালু হলে মানুষ উপকৃত হবে নিশ্চিত। সরকারি প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব হাসপাতালটির পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালুর জন্য।