ব্রেকিং:
মোবাইল ব্যাংকিং: ২২ কোটি গ্রাহকের লেনদেন ১ লাখ ৩০ হাজার কোটি টাকা ইসরায়েলে হামলার পর বাইডেনকে ফোন দিলেন নেতানিয়াহু ৩১ দিন পর বাংলাদেশি সেই ২৩ নাবিক মুক্ত তরুণ-তরুণীর ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, কারা তারা? তরমুজের গায়ে এবার ‘মৌসুম শেষের’ হাওয়া, বেড়েছে দাম চালক-সুপারভাইজারের মৃত্যু নিয়ে গল্প সাজিয়েছেন হেলপার: পুলিশ এবার কুকি-চিনের সহযোগী লাল বম গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৫০ বস্তা চিনিসহ আ.লীগ নেতা আটক কেএনএফের ৩ সদস্যসহ গ্রেপ্তার ৪ ঢাকাসহ ৭ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর ফোর্বসের বিলিয়নিয়ার প্রকাশ, ধনীদের তালিকায় বাংলাদেশের আজিজ খান ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন ৫ বাংলাদেশি বিএনপির ‘বয়কট ভারত’ আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস ভাড়া কমিয়ে প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে জামায়াতের অনুসারী বেশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কুমিল্লা উত্তর জেলা ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম মেট্রোরেল চলাচল স্বাভাবিক বুয়েটে ছাত্রলীগের প্রবেশ: অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল
  • বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দাবা অলিম্পিয়াড জয় দিয়ে দাবায় ফিরল বাংলাদেশ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২  

ভারতের তামিলনাড়ুরাজ্যের চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে আবার জয়ের ধারায় ফিরলো বাংলাদেশ। আগের রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ ওপেন বিভাগ। 

মঙ্গলবার ওপেন বিভাগে বাংলাদেশ দল আলবেনিয়াকে ৩.৫-০৫ গেম পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে। 

ভারতের তামিলনাড়ুরাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে চলমান ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৫৪ সিডেড আলবেনিয়াকে ৩.৫-০৫ গেম পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করেছে।

৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৫৪ সিডেড আলবেনিয়াকে ৩.৫-০৫ গেম পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করেছে। 

মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল এ রাউন্ডের খেলায় ৪-০ গেম পয়েন্টে জ্যামাইকাকে পরাজিত করে। 

 

 

ভারতের তামিলনাড়– রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭)  যথাক্রমে আলবেনিয়ার আন্তর্জাতিক মাস্টার পেসকো লাম্বি (রেটিং-২৪১৮), আন্তর্জাতিক মাস্টার আশিকু ফ্রাঙ্ক (রেটিং-২৪২২) ও ভেলেসনা জিনোকে (রেটিং-২২৬৩) পরাজিত করেন।

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) আলবেনিয়ার আন্তর্জাতিক মাস্টার মেহমেতি দ্রিতানের (রেটিং-২৩৭১) সাথে ড্র করেন। 

ওপেন বিভাগে বাংলাদেশ দল পাঁচ খেলায় সাত পয়েন্ট নিয়ে ৪২তম স্থানে রয়েছে। 

অপর দিকে  মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭), মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ও উম্মে তাসলিাম প্রতিভা তালকুদার (রেটিং-১৭৬৯) যথাক্রমে জ্যামাইকার মহিলা আন্তর্জাতিক মাস্টার মিলার রাচেল (রেটিং-১৯৬১). এহিলা ক্যান্ডিডেট মাস্টার ক্লাকি আদানি (রেটিং-১৮১২) কুরউইন নিকাইলা (রেটিং-১১৪৯৯) ও ওয়াটসন গ্যাব্রিয়েলাকে (রেটিং-১১৬৪) পরাজিত করেন। 

মহিলা দল ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫৮তম স্থানে রয়েছে। 

আজ বুধবার ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ ডেনমার্কের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ইরানের মহিলা দলের বিরুদ্ধে খেলবে।