ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দুই মাসে বার্সার আয় সোয়া ৮ হাজার কোটি টাকার বেশি!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২  

ঠিক এক বছর আগে আর্থিক দুর্দশার কারণে নিয়মের বেড়াজালে পড়ে বার্সেলোনা থেকে বিদায় নিতে বাধ্য হন লিওনেল মেসি। তবে এরপর বার্সা দলে ভিড়িয়েছে আরো দশজন খেলোয়াড়। চলতি দলবদলে প্রায় ১৪৪৫ কোটি টাকা খরচ করে রাফিনিয়া, জুলস কুন্দে, রবার্ট লেভানদোভস্কিদের মতো খেলোয়াড়কে কিনেছে কাতালান ক্লাবটি। 

এর ফলে অনেকের মনেই প্রশ্ন, বার্সার হাতে এত টাকা আসছে কই থেকে? তার জবাব না দিলেও ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা জানালেন, শেষ দুই মাসে আয়ের মাত্রাটা বেশ বেড়েছে ক্লাবটির। সব মিলিয়ে গত জুন-জুলাইয়ে বার্সা আয় করেছে প্রায় ৮৩৭৭ কোটি টাকা।

এসব কারণে বার্সেলোনা গ্রীষ্মকালীন দলবদলে কেনা খেলোয়াড়দের নিবন্ধন, আর লা লিগার নিয়মও পূরণ করতে পারবে বলে নিশ্চিত করেছেন লাপোর্তা।

শেষ কিছু দিনে স্টুডিও, মার্চেন্ডাইজিং, টিভি স্বত্ব, ন্যু ক্যাম্প আর জার্সি স্পনসরশিপ বিক্রি করে বড় অঙ্কের অর্থ আয় করেছে বার্সেলোনা। তবে এরপরও শোনা যাচ্ছে, বার্সেলোনা নতুন খেলোয়াড়দের নিবন্ধন করতে পারবে না। কারণ লিগের নিয়ম মেনে আয়ের বিপরীতে ব্যয়ের সীমাটা এখনো বাড়েনি ক্লাবটির।

এ বিষয়ে লাপোর্তা বলেন, ‘আমরা সব ধরনের নিয়ম মেনে নতুন খেলোয়াড়দের নিবন্ধনের জন্য কঠোর পরিশ্রম করেছি। আর যদি আমাদের আরো বেশি কিছুও করতে হয়, তাহলে আমরা তাও করব। আমরা কেবল অপেক্ষা করছি। এখন সিদ্ধান্তটা লা লিগা নেবে।’

তিনি আরো বলেন, ‘এটা এমন এক কাজ, যেটা আমরা আগে থেকেই পরিকল্পনা করছিলাম। আর যদি এটা কাজে দেয়, তাহলে নিবন্ধনগুলো করা সম্ভব হবে, যদিও অনেকে অনেকভাবে দেখছেন বিষয়টা।’

লাপোর্তা যোগ করেন, ‘শেষ দুই মাসে বার্সেলোনা ৮৬.৮ কোটি ইউরো (৮৩৭৭ কোটি টাকা) আয় করেছে। আমাদের ফান্ডে সমস্যা নেই। আমাদের একটা স্বাস্থ্যকর ব্যালেন্স শিট আছে, আয়ের বিবৃতিও। আমরা এই মৌসুমে লাভ করেছি বেশ। আমরা যা প্রয়োজন ছিল করেছি, আমরা আত্মবিশ্বাসী যে আমরা নতুন খেলোয়াড়দের দলে ভেড়াতে পারব।’

এ তো গেল আর্থিক বিষয়। ক্লাবের নতুন যুগ নিয়ে কী মত লাপোর্তার? সেটাও তিনি জানালেন, ‘আমরা দারুণ এক দলই বানাচ্ছি, আমরা চাপটাকে ভালোভাবে সামলেছি। এটা একটা ঐতিহাসিক দিন, আমরা কঠোর পরিশ্রম করতে থাকব।’

গতকাল লেভানদোভস্কিকে ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে বার্সা। সেখানে লাপোর্তা বলেন, ‘এটা একটা ঐতিহাসিক দিন। আমরা আজকের অনুষ্ঠানেই দেখতে পাচ্ছি। এটা এমন একটা দিন, যেখানে বার্সেলোনা সমর্থকরা ক্লাবটাকে আরও বেশি করে অনুভব করতে পারবেন।’