ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ সম্মেলন ঘিরে মাঠে চাঙা নেতাকর্মীরা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ মে ২০২২  

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। আগামী ২ জুলাই শনিবার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুনের উপস্থিতিতে এক সাংগঠনিক মতবিনিময় সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সবুর আহমেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।

সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার বলেন, চলতি বছরের ২ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এখনও যে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হয়নি সেগুলো শেষ করা হবে। 

এদিকে, দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা রাজনীতির মাঠে চাঙা হতে শুরু করেছেন। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন এ নিয়েও চলছে জল্পনা-কল্পনা।

 

ছবি: ডেইলি বাংলাদেশ

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ২ আগস্ট দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মো. জয়নুল আবেদীনকে সভাপতি ও একেএম মনিরুজ্জামান মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। ২০২০ সালের ৩ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নুল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদসহ কমিটির ১৪ জন নেতা।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার বলেন, দলীয় সিদ্ধান্তে খুব শিগগিরই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। সম্মেলন হলে নেতৃত্ব বাড়বে, সাংগঠনিক কার্যক্রমও বাড়বে।