ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দেবিদ্বারে অপহরণের পর মুক্তিপণ দাবি, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা শাহাপুর থেকে  মাহবুব নামে এক যুবককে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। আটক মাহবুবুর রহমান ফরহাদ নামে ১৬ বছরের এক কিশোরকে অপহরণ, মুক্তিপণ দাবি মামলার আসামী। এছাড়াও মাহবুব সম্প্রতি মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা মামলারও অন্যতম আসামী। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ। আটক মাহবুবকে শনিবার (২৭ মে) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুক’র ৪নং আমলী আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাহবুবুর রহমান (২৩) দেবিদ্বার উপজেলার মাশিকাড়া এলাকার আবুল কালামের ছেলে। এর আগে একই মামলায় মঙ্গলবার তার অন্যতম সহযোগি আশরাফুল নামে অপহরণ চক্রের আরেক সদস্যকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে নেওয়া হলে মাহবুবের সাথে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের সাথে জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আশরাফুল শাকতলা গ্রামের রুবেল মিয়ার ছেলে, সে বর্তমানে কুমিল্লা জেল হাজতে আছে।
মামলার এজহার ও ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার দিকে উপজেলা এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিএনজি চালক জামাল হোসেনের পুত্র মো. ফরহাদ (১৬) কাচিসাইর বাজারে আসার সময় অপহরণ চক্রের মূল হোতা মাহবুব ও সহযোগিরা দুটি বাইকে করে ফরহাদের গতিরোধ করে তাকে মারধর করে মাহবুবের বাইকে করে তাকে গুনাইঘর উত্তর ইউনিয়নের রামপুর মাদরাসার সংলগ্নে একটি ফাঁকা বাড়িতে নিয়ে আটক রেখে মারধর করে । পরে  ফরহাদের ফোন নম্বর থেকে তার বাবার কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে। পরে ফরহাদের বাবা জামাল হোসেন বিকাশের নম্বর চাইলে মাহবুব মাশিকাড়া বাজারের জৈনিক বিকাশ ব্যবসায়ী লাভলু’র এজেন্ট নম্বর দেয়। জামাল হোসেন ওই নম্বরে মুক্তিপণের ১৫ হাজার টাকা পাঠিয়ে অপহরণ ও মুক্তিপণের পুরো ঘটনা বিকাশ দোকানদার লাভলুকে জানায় এবং যে ব্যক্তি টাকা তোলার জন্য আসবে তাকে আটক করে রাখার জন্য অনুরোধ জানায়। পরে মাহবুবকে  টাকা পাঠানোর কথা জানালে সে চক্রের  অপর সদস্য আশরাফুলকে লাভলুর দোকানে পাঠায়। পরে আশরাফুল লাভলুর দোকানে টাকা তোলার জন্য গেলে লাভলু আশরাফুলকে আটক করে জামাল হোসেনকে খবর দিলে জামাল হোসেন ৯৯৯ কল করে আশরাফুলকে পুলিশের হাতে তুলে দেয়। এ খবর পেয়ে অপহরণের মূলহোতা মাহবুুব অপহৃত কিশোর ফরহাদকে মারধর করে রাস্তায় রেখে পালিয়ে যায়।    
দেবিদ্বার থানার দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ বলেন, অপহরণ চক্রের মূল হোতা মাহবুবকে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার শাহাপুর থেকে আটক করা হয়েছে। সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অপহৃত কিশোর ফরহাদের বাবা জামাল হোসের বাদী হয়ে দেবিদ্বার থানায় অপহরণ ও মুক্তিপণ আদায় সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এছাড়াও মাহবুবুর রহমান দেবিদ্বার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্র্তৃক ছাত্রী শ্লীলতাহানীর ঘটনায় পুলিশ ও এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের ওপর হামলা ঘটনায় অপর একটি মামলার এজহারভুক্ত আসামী। তাকে শনিবার দুপুরে কুমিল্লা আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।