ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দেবিদ্বারে এক যুগেও মেরামত হয়নি ৮০০ মিটার সড়ক

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

দীর্ঘ এক যুগেও মেরামত করা হয়নি দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর উচ্চ বিদ্যালয় থেকে চৌমুহনী (চাটুলি ব্রীজ) পর্যন্ত ৮০০ মিটারের এ সড়কটি। বর্তমানে এ সড়কটি বেহালদশা হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিদিন। এ নিয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ জানিয়েছেন।  
এলজিআরডি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এ সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভানী ইউনিয়নের সাহারপাড় সিএনজি স্টেশন থেকে শুরু হয়ে পাশ্ববর্তী উপজেলার মুরাদনগরে গিয়ে শেষ হয়। যোগাযোগের ক্ষেত্রে সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে স্বল্প দূরত্বে বিভিন্নস্থানে যাওয়া যায়। প্রতিদিন হালকা ও ভারী যানবাহন চলাচল করা ছাড়াও সূর্যপুর উচ্চ বিদ্যালয়, মাদরাসা-মসজিদ, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান যেতে হয় এ সড়ক দিয়ে। কিন্তু দীর্ঘ ১২বছরেও এ সড়কটির উন্নয়ন বা সংস্কার কাজ না হওয়ায় এলাকাবাসী ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, এ সড়কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা শহরে যেতে প্রতিদিন আশ পাশের ১০ গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। এছাড়া স্কুল, কলেজের শিক্ষার্থী, পণ্যবাহী যানবাহন, অসুস্থ রোগী, গর্ভবর্তী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১২ বছরেও সংস্কার করা হয়নি সড়কটি।
ভানীর সূর্যপুর গ্রামের বাসিন্দা মো. মাহবুবুল হাসান বাবু বলেন, শুধু চাটুলির এ রাস্তাটিই নয়, ভানীর সাহারপাড় থেকে সূর্যপুর উচ্চ বিদ্যালয় এবং পাঁচরঙ্গী হয়ে সাইতলা পর্যন্ত আরও দুই কিলোমিটার রাস্তায় কংক্রিট বালু ফেলে রেখেছে দীর্ঘদিন। ঠিকাদার তাদের মন মত কাজ করছে। এ বিষয়ে কেউ কিছু বলছে না। সূর্যপুর স্কুল থেকে চাটুলি ব্রীজ পর্যন্ত রাস্তাটি আরও রাস্তা নেই। খুবই ঝুঁকিপূর্ণ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।   
ভানী ইউপি চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন বলেন, সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বহু কষ্ট করে পায়ে হেঁটে স্কুলে যাওয়া আসা করে যা আমি নিজে দেখেছি। গত ১২ বছরেরও কেউ এ রাস্তায় কেউ এক কোদাল মাটিও ফেলেনি। এ রাস্তাটি মেরামতের জন্য আমি সকলের সহযোগিতা চাই।
দেবিদ্বার উপজেলা উপ সহকারী প্রকৌশলী  মো. ওয়াদুধ বলেন, ৮০০ মিটারের এ সড়কটি মেরামতের জন্য ৪১ লক্ষ ৪১ হাজার ১৪৩ টাকার বরাদ্দের আবেদন করা হয়েছে। আগামী ২০/২১ তারিখে ঢাকা থেকে গ্রামীণ সড়ক  মেরামত অনুমোদন টিম পরিদর্শনে আসবেন। বরাদ্দ পেলে দ্রুত সড়কটির মেরামত কাজ শুরু হবে।