ব্রেকিং:
মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে
  • বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগে হাজার হাজার মানুষ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

গত ১১ বছরেও মেরামত না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। প্রায় ৭ কিলোমিটার বড় বড় গর্তে ভরা সড়কটিতে যানবাহন চলে হেলেদুলে। উঠে গেছে সড়কের পিচ-খোয়া। এসব স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় কৃষক, শিক্ষর্থী ও বাসিন্দারা। দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর থেকে মোহনপুর ইউনিয়নের ভৈষরকোট গ্রাম পর্যন্ত সড়কের এ অবস্থা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
এলাহাবাদ ও মোহনপুর এলাকায় সরেজমিনে গেলে, স্থানীয় বাসিন্দা মাদরাসা শিক্ষক মাও. রফিকুল ইসলাম, সিএনজি চালক মো.জসিম উদ্দিনসহ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটের সময় ভোট দেই’ এটুকুই আমাদের কাজ’ এরপর যারা পাশ করে তাদের আর চোখে দেখা যায় না’। রাস্তার যে অবস্থা ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ রোগীর কথা তো বলে লাভ-ই নাই। বর্ষা মৌসুম এলে দুর্ভোগ বাড়ে বেশি। সড়কের বিভিন্ন স্থানের পিচ-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়ক দিয়ে চলাচলকারী শত শত মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। গত ১১ বছর পার হলেও এ সড়কটি সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি।
এলাহাবাদ গ্রামের কৃষক শাহিন মিয়া ও সুরুজ মিয়া বলেন, এলাহাবাদ ও মোহনপুর ইউনিয়নসহ প্রায় ২০ গ্রামের লোকজন কৃষির ওপর নির্ভরশীল। এখানে কৃষিপণ্য উৎপাদন বেশি হয়। কৃষকের উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য বিভিন্ন হাটবাজারে নিতে হয়। কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে অটো, সিএনজি ও ভ্যানচালকেরা এ সড়ক দিয়ে যেতে চান না। আবার গেলেও তাঁদের অতিরিক্ত টাকা দিতে হয়। গত ১১বছর ধরে এ রাস্তাটি মেরামত হয়নি। এর আগে যারা এটি মেরামত করেছিল তাঁরা নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের কারণে ৬ মাসেই রাস্তাটি ভেঙে যায়। মেরামত করলেও টেঁকসই হয়না। স্থানীয় বাসিন্দা রেহেনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টিতে দুর্ভোগ বেশি বাড়ে। সড়কে সৃষ্ট গর্ত পানিতে ডুবে যায়। এমনকি অনেক সময় কাপড় ভিজিয়ে বাড়ি ফিরতে হয়।  এই রাস্তা কারও নজরে পড়ে না।
এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক রুবেল মিয়া বলেন, এই সড়কে গাড়ি চালাতে খুব কষ্ট ও ভোগান্তি হয়। ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। হেলেদুলে চলতে হয়। যাত্রীরাও জনপ্রতিনিধিদের গালাগাল করে। স্থানীয় বাসিন্দা বৃদ্ধা সাহেরা বেগম বলেন, ভাঙাচোরা রাস্তার কারণে মাঝেমধ্যেই অটোরিকশা ও মালবাহী যান উল্টে যায় এবং লোকজন আহত হন। এই সড়কে চলতে গিয়ে অনেক বয়স্ক মানুষ কোমরের ব্যাথা পেয়েছে। ১১ বছর পার হলেও কেউ এক কোদাল মাটি ফেলেনি রাস্তায়।
দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। আমি নিজেও দেখে এসেছি। এ রাস্তাটি সংস্কারের জন্য ইতোমধ্যে দাতা সংস্থার নিকট প্রায় ১৯ কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। এটি অনুমোদনে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সড়কটি নতুন করে ১৮ ফুট করে নির্মাণ করা হবে। আশা করছি, এ অর্থ বছরের মধ্যেই বরাদ্দ পাব এবং দ্রুত সড়কটির সংস্কারের কাজ ধরব।
দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, সড়কটি সংস্কারের জন্য শিঘ্রই উদ্যোগ নেওয়া হবে। এটির বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে।