ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দেশে নিবন্ধিত সমবায় সমিতি পৌনে দুই লাখ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৭ মার্চ ২০১৯  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমানে সারাদেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা রয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫৩৫টি। এসব সমিতির মাধ্যমে ৬ লাখ ৮৪ হাজার ৭০ জন লোকের বা পরিবারের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 

বুধবার টেবিলে উত্থাপিত সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। 

রাঙার একই প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রায় দুই লাখ সমিতির মাধ্যমে সুবিধাভোগী পরিবারের পাশাপাশি ২৩ হাজার ১১৮টি সমবায় সমিতি ঋণদান কর্মসূচির সঙ্গে সংযুক্ত রয়েছে। রংপুর জেলায় নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে ৮০টি। 

মো. মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বর্তমানে ২৫টি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি বাড়ি একটি খামার প্রকল্প (তয় সংশোধিত) ও সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি-৩য় পর্যায়। সমবায় অধিদফতরের অধীনে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, দৃগ্ধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে গঙ্গাগড়া উপজেলায় ডেইরী সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প।

এছাড়া বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বার্পাড), গোপালগঞ্জ, বাংলাদেশ পল্লী উন্নয়ন র্ব্ডো (বিআরডিবি), বাংলাদেশ পল্লী উন্নয়ন র্ব্ডো (বার্ড), কুমিল্লা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. (মিল্কভিটা), ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ), ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)। পিডিবিএফ এর মাধ্যমে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহ পরবর্তী সহযোগিতার মাধ্যমে দারিদ্র দূরীকরণ প্রকল্প, হাজামজা-পতিত পুকুর পুনঃখননের মাধ্যমে সংগঠতি জনগোষ্ঠীর পাট পচানো পরবর্তী মাছ চাষের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্প ও বাংলাদেশ বিদ্যুৎবিহীন প্রত্যন্ত এবং চর এলাকায় সৌর শক্তির উন্নয়ন প্রকল্প। 

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, সমবায় অধিদফতরের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে সমবায় বাজার প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারে আছে। বর্তমানে সমবায়ের মাধ্যমে কৃষিপণ্যের বাজারজাতকরণ ও ভেল্যু চেইন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে যা পর্যায়ক্রমে সব উপজেলায় সম্প্রসারিত করা হবে।

মোহাম্মদ সাহিদুজ্জামানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের পলিসি অনুযায়ী জেলা পর্যায়ে ১০০০ আসন এবং উপজেলা পর্যায়ে ৫০০ আসনবিশিষ্ট অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়ে থাকে।