ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নবাব ফয়জুন্নেছার বাড়িকে জাদুঘর বানানো হবে--সংস্কৃতি প্রতিমন্ত্রী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

কুমিল্লা লাকসামে স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ বলেন, নবাব ফয়জুন্নেছার বাড়ি জাদুঘর বানানো হবে। আগামী ৭ দিনের মধ্যে সম্ভাব্যতা যাচাই করা হবে। ফয়জুন্নেছার স্মৃতি ধরে রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় তিনি লাকসাম শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা ও লাকসাম পৌর এলাকার সবগুলো উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক সরঞ্জাম উপহার দেব।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী কে.এম. খালিদ আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আপনারা কেউ এলাকায়ও থাকতে পারবেন না। তাই আগামী নির্বাচনে এ আসনে তাজুল ইসলামকে জয়ী করতে হবে। আপনারা যদি মনে করেন, এ একটা আসনে না জিতলে কিছু হবে না। তাহলে রাজার পুকুর দুধ দিয়ে ভরাট করার গল্পের মতো হয়ে যাবে। পুকুর পানিতে ভরে যাবে, দুধ হবে না।
মতবিনিময় সভার পর প্রতিমন্ত্রী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শন করেন। এ সময় তাঁকে ফয়জুন্নেছার জীবনী সংবলিত বই উপহার দেয়া হয়। পরে তিনি কলেজ মসজিদ সংলগ্ন নবাব ফয়জুন্নেছার কবর জিয়ারত করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।