ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নাঙ্গলকোটে দীঘি থেকে প্রতিযোগিতা মূলক বালু উত্তোলন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯  

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা সদরের গোত্রশাল খাস দিঘী থেকে গত এক মাস ধরে অবৈধভাবে ৪টি ড্রেজার মেশিন দিয়ে প্রতিযোগিতা মূলকভাবে বালু উত্তোলন করে বালু বিক্রি করছেন একটি সুবিধাভোগী মহল। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে ঢাকা-চট্টগ্রাম রেল পথ, ও বিদ্যুৎ লাইনসহ দিঘীর ভিতরের অংশে এবং চার পাড়ে বসবাসরত শতাধিক পরিবারের বাড়িঘর। দীর্ঘদিন থেকে দিঘী থেকে বালু উত্তোলনে প্রশাসনের নীরব ভূমিকায় ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 


গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই দিঘীর বুক চিরে ১৮৩৯ সালে ঢাকা-চট্টগ্রামের নির্ভরযোগ্য একমাত্র রেল পথ নির্মিত হয়। ওই রেল পথের পাশ ঘেঁষে দিঘীর পূর্বাংশে ৪টি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে প্রায় এক মাস ধরে বালু তোলা হচ্ছে। এসব বালু পাশের গোত্রশাল, মাদ্রা ও কেন্দ্রাসহ কয়েকটি গ্রামে বিক্রি করা হচ্ছে। দিঘী থেকে বালু তোলার ফলে চরম ঝুঁকির মুখে পড়েছে দেশের নির্ভরযোগ্য ঢাকা-চট্রগ্রাম রেলপথ এবং কুমিল্লা জাঙ্গালিয়া থেকে ৩৩ হাজার কেভি ক্ষমতা সম্পন্ন ফেনী গ্রীডে সংযুক্ত বিদ্যুৎ লাইনটি। ইতোপূর্বে এ গ্রীড লাইনটি দিঘীতে হেলে পড়লে ওই এলাকায় প্রায় এক মাস বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল। এছাড়াও বালু দিয়ে পুকুর ও কৃষি জমি ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে। যা ভুমি আইনে অপরাধ। এতেও কোন ধরণের ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।


এদিকে, দিঘীর ভিতরে এবং চার পাড়ে প্রায় শতাধিক পরিবার বসবাস করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবার অভিযোগ করে বলেন, সুবিধাভোগীমহলটি দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। তাদের বিরুদ্ধে ভয়ে অভিযোগ করতে পারছি না। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নাঙ্গলকোট রেল স্টেশনের এক কর্মচারী বলেন, রেল পথের পূর্বাংশের মাটি কিছুটা ঝুঁকে পড়েছে। বিষয়টি পূর্বা ল রেল বিভাগকে অবহিত করা হয়েছে।


    এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা বলেন, বিষয়টি আমি জানার পরে ড্রেজার মেশিন উঠিয়ে নিতে বলা হয়েছে। 
    এ বিষয়ে রেলওয়ের পূর্বা লের জিএম আইয়ূব আলী বলেন, বিষয়টি দেখার জন্য এস্টেট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে।