ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

নুসরাতের বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুমিল্লা জুড়ে মানবন্ধন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯  

ফেণীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বর্বরোচিত হত্যার প্রতিবাদে, ফুসে উঠেছে কুমিল্লা। হত্যাকারীদের যথাযথ শাস্তির দাবিতে চলছে বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি। বিভিন্ন সামাজিক সংগঠন ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে স্বত:স্ফূর্ত অংশ নিচ্ছেন। অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার সর্বোচ্চ শাস্তির দাবি কুমিল্লা এখন প্রতিবাদ মুখর। 
ফেণীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের শাস্তির দাবিতে, বৃহস্পতিবার কুমিল্লার বিভিন্ন সংগঠন ও ভিক্টোরিয়া কলেজে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। মানববন্ধনে ‘জাস্টিস ফর নুসরাত’, ‘অপরাধীদের ফাঁসি চাই’, ‘ধর্ষকদের ধর্ম নাই’, ‘ভাইয়ের কাধে বোনের লাশ, দেখতে হবে কত মাস?’ লেখা প্ল্যাকার্ড বহন করেন শিার্থীসহ নানা শ্রেণির মানুষ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় সচেতন নাগরিক কমিটি, মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন, এইড কুমিল্লা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং ওয়াইডব্লিউসিএ স্কুলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে একই সারিতে দাঁড়ায় উপস্থিত সাধারণ মানুষ। এসময় নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগে নৃশংসভাবে হত্যার দ্রুত বিচারের দাবি জানান সবাই।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান। সুষ্ঠু বিচার না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে বলেও মন্তব্য করেন তারা। মানববন্ধনে ডা: মোসলেহ উদ্দিন ক্ষুব্ধ প্রতিবাদের ভাষায় বলেন, পরীক্ষা দেওয়া অবস্থায় নুসরাতকে ডেকে নিয়ে সিরাজ-উদ-দৌলা ও তার সহযোগীরা তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। প্রধান আসামীসহ সহযোগীদেরকেও বের করতে হবে। এটা জনগণের দাবি। জনআদালতের দাবি। খুনীদেরকে বের করে দ্রুত বিচারের ব্যবস্থা করুন। 
আলহাজ্ব শাহ মো: আলমগীর খান বলেন, কুমিল্লার মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে এসেছে। সকল স্কুলের শিক্ষার্থীদেরকে প্রতিবাদের ভাষায় অপরাধীদের শাস্তির দাবি জানাতে হবে। ঘরে বসে থাকার কারো সময় নেই। নুসরাতের পক্ষে আন্দোলনে নেমে আসা উচিত। 
ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল বলেন, নরপশু সিরাজ-উদ-দৌলাকে মুক্ত করার জন্য যারা মানববন্ধন করেছে এবং যে আইনজীবী পক্ষ নিয়েছে তাদের প্রতি ধিক্কার জানাই। আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নাই, এটা ভাবতেই অবাকলাগে। সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে মৃত্যুদন্ড দেয়া হোক। 
বদরুল হুদা জেনু বলেন, নুসরাত হত্যাকারী সিরাজ-উদ-দৌলা মানুষের কাতারে পরেনা। সে একজন নরপশু। ধর্মীয় বেশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অপকর্মে হাত থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের সচেতন থাকা উচিত। এই নরপশুদের হাতে কেউ নিরাপদ নয়। তারা মানুষ নয়, দানব। তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। নিন্দা জানানোর ভাষা নেই। প্রতিবাদের ভাষায় বলতে চাই, এ হত্যাকান্ডের খুনীদের দ্রুত বিচারের দাবি জানাই।