ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

নো বল-রাইট বল তর্কে কিশোর খুন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

নো বল, নাকি রাইট বল ক্রিকেট খেলায় এমন তুচ্ছ তর্কের জের ধরে ঠাকুরপাড়ায় খুন হয়েছে মোহাম্মদ আমিন (১৬) নামে এক কিশোর। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে এই ঘটনা ঘটে। নিহত আমিন জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের প্রবাসী নোয়াব আলীর ছেলে। সে নগরীর ঠাকুরপাড়া এলাকায় মিনু কলোরিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো এবং পেশায় রং মিস্ত্রি ছিল। তিন ভাইয়ের মধ্যে আমিন মেজো।

নিহত আমিনের চাচা শাহাদাত জানান,  গতকাল বেলা ১১টার দিকে ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে অন্যদের সাথে ক্রিকেট খেলতে যায় আমিন (১৬)। ঘটনার সময় আমিন ছিল বোলার, আর আম্পাায়ারের দায়িত্ব পালন করছিলো পারভেজ (২২)  নামে আমিনেরই এক ভাই। একপর্যায়ে খেলায় নো বল নিয়ে পারভেজের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে আমিন। এর পর ঝগড়াঝাটি শেষ মনে করে অনেকেই মাঠ ছেড়ে চলে যায়। কিন্তু ক্ষব্ধ পারভেজ এক সময় বাড়ি থেকে ছুরি নিয়ে এসে খেলার মাঠে গিয়ে আমিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় আমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত পারভেজ জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের শাহ আলমের ছেলে। সে একই এলাকার চৌধুরী ভিলায় ভাড়া থাকে। সম্পর্কে আমিন ও পারভেজ মামাতো ফুপাতো ভাই।

নো বল-রাইট বল তর্কে কুমিল্লায় কিশোর খুনশুক্রবার বিকালে আমিনের বাসায় গিয়ে দেখা যায় শোকার্ত পরিবেশ। ছেলে হারানোর শোকে চিৎকার করে আর্তনাদ করছেন আমিনের মা। পাড়া-প্রতিবেশীরাও এসে জড়ো হয়েছে। আমিনের মা শেফালী বেগম কাঁদতে কাঁদতে বলেন, সকালে নিজের নাস্তা নিজে বানিয়ে খেয়ে খেলতে যায় আমিন। বার বার নিষেধ করার পরও ক্রিকেট খেলার জন্য ছুটে যায়। পরে লোকজনের কাছে জানতে পারেন, আমিনকে পারভেজ ছুরি মেরেছে।

আমিনের দাদা আবদুর রব জানান, এর আগেও পারভেজ বিভিন্ন বিষয় নিয়ে আমিনের বড় ভাই ইয়াসিনের সাথে শত্রুতায় জড়ায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক পারভেজ পলাতক রয়েছে। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।