ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নৌকার মিছিলে গুলি ছাত্রলীগ কর্মী আহত !!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

কুমিল্লা-৬ (সদর-মহানগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের মিছিলে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৪টার দিকে নগরীর ২২নং ওয়ার্ডের কচুয়া রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে সানী নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।


প্রত্যক্ষদর্শী ও নৌকা প্রতীকের সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, পূর্বঘোষনা অনুযায়ী রবিবার বিকাল ৪টার দিকে সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের পক্ষে হাজী আক্রাম উদ্দীন কলেজ মাঠ থেকে নৌকার সমর্থনে মিছিল বের করে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহন করে ২২নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর আবদুল মালেক ভুইঁয়া, আওয়ামীলীগ নেতা কবির হোসেন ভুইঁয়া, গাজী সাদেকুর রহমান, আওয়ামীলীগের হাজী আক্রাম উদ্দীন কলেজ কেন্দ্রের আহবায়ক আজাদ হোসেন, পদুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আহবায়ক মাষ্টার কামাল হোসেন, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য দুলাল হোসেন অপু, ২২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শিমুল, যুগ্ম আহবায়ক হালিম, হানিফ দুলাল, কবির খান, আলমগীর কবির ও ২২নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক সামছুল আল রিপন প্রমুখ। 


মিছিলটি কচুয়া চৌমুহনী হয়ে দৈয়ারা ঘুরে ফের কচুয়া রেলগেইটে পৌছলে পিছন থেকে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে গুলি লেগে আহত হয় ছাত্রলীগ কর্মী সায়মন হাসান সানী। সে কচুয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


এদিকে আওয়ামী লীগ সমর্থকদের মিছিলে গুলির খবর ছড়িয়ে পড়লে আশে পাশের এলাকা থেকে প্রায় ৫ শতাধিক যুবলীগ-ছাত্রলীগের কর্মী মিছিলে যোগ দেয়। পরে মিছিলটি কচুয়া, শ্রীভল্লবপুর, উত্তররামপুর হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যার পর হাজী আক্রাম উদ্দীন কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এর আগে ছাত্রলীগ-যুবলীগের উত্তেজিত কর্মীরা র্দূবৃত্তদের খোঁেজ বিভিন্ন এলাকায় মহড়া দেয়। 


অপরদিকে কুমিল্লা-৬ আসনের জাতীয় ঐকফ্রন্ট মনোনীত প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নির্বাচনী প্রতীক ধানের শীষের সমর্থনে বিকাল সাড়ে ৪টায় পদুয়ার বাজার এলাকা থেকে বিএনপি,যুবদল ও ছাত্রদলের প্রায় ২শতাধিক নেতাকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করলেও নৌকা সমর্থকদের ধাওয়ায় ব্যর্থ হয়। 


কুমেক-এ চিকিৎসাধীন ছাত্রলীগ কর্মী সানীর সাথে থাকা ২২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক কবির খান বলেন, সানীর বাম কানের নিচে ও মাথায় গুলি লেগেছে। আল্লাহ’র রহমতে গুলি মাথায় প্রবেশ করেনি। 
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পিপিএম বলেন, মিছিলে হামলার খবর পেয়েছি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেব।