ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পরীক্ষা ছাড়াই যে লক্ষণগুলো জানিয়ে দেবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ আগস্ট ২০২০  

দিন যত যাচ্ছে ততোই বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। বিভিন্ন ধরনের ডায়াবেটিসের মধ্যে টাইপ টু-ই সবথেকে বেশি ছড়িয়ে পড়ছে। আর এই ডায়বেটিস থেকেই জন্ম নিতে অন্য নানা ধরনের মারাত্মক রোগ। যা আপনার মৃত্যুরও কারণ হতে পারে। তাই এই রোগ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।

ডায়াবেটিসের লক্ষণগুলো জানা না থাকার কারণে অনেকেই এই রোগে আক্রান্ত হলেও সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না। ফলে এতে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যায়। কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যা কোনো পরীক্ষা ছাড়াই জানিয়ে দেবে যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত।

জার্নাল অফ ডায়বেটিসে প্রকাশিত এক গবেষণাপত্রে ডাক্তার জাখারি ব্লুমগার্ডেন আর গুয়াং নিংগ ডায়বেটিসের উপসর্গগুলোর কথা জানিয়েছেন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

অতিরিক্ত খিদে বোধ

যখন রক্তে চিনির মাত্রা বৃদ্ধি পায়, তখন শরীরকে সচল রাখার জন্য অতিরিক্তি খাদ্যের প্রয়োজন হয়। ফলে খিদেও পায় বেশি পরিমাণে।

ক্লান্তি বোধ

ব্লাড সুগার বেড়ে গেলে শরীর ক্লান্ত হয় তাড়াতাড়ি।

ঘন ঘন মূত্রত্যাগ কিংবা গলা শুকিয়ে যাওয়া

শরীরকে অতিরিক্ত গ্লুকোজ থেকে মুক্তি দেয়ার জন্য কিডনিকে বেশি খাটতে হয়। ফলে স্বাভাবিকের তুলনায় ঘন ঘন মূত্রত্যাগ করার প্রয়োজন বোধ হয়। একই সঙ্গে এই ক্ষতিপূরণ করার জন্য পানিও বেশি খাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।

চামড়া শুকিয়ে যাওয়া এবং চুলকানি দেখা দেয়া

রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে না হওয়ার কারণে ত্বক শুকিয়ে যায় দ্রুত এবং শুষ্কতার কারণেই ত্বকে চুলকানির অনুভূতি হয়।

দৃষ্টি অস্পষ্ট হয়ে আসা

দীর্ঘদিন হাই ব্লাড সুগার থাকলে চোখের দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে।

কোনো ঘা বা ক্ষত সারতে সময় নেয়া

ব্লাড সুগার বৃদ্ধি পেলে রক্তসঞ্চালনের স্বাভাবিকতা ব্যাহত হয়। তার ফলে শরীরে কোনো ঘা বা ক্ষত দেখা দিলে তা চট করে সারতে চায় না।

ফাংগাল ইনফেকশন

ব্লাড সুগার বৃদ্ধি পেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। পরিণামে শরীরে ফাংগাস বা ইস্ট ঘটিত ইনফেকশন বাসা বাঁধার আশঙ্কা বাড়ে।