ব্রেকিং:
কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক
  • বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

প্রাইভেটের পথে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

দেবীদ্বারে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে আহত করেছে মুখোশপড়া এক সন্ত্রাসী। ওই ঘটনায় আহত স্কুল ছাত্রী মাকসুদা আক্তার বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।
জানা যায়, একটি অনৈতিক কাজের প্রতিবাদ করায় বাড়ি- ঘরে হামলা, প্রতিবাদী স্কুল ছাত্রী মাকসুদা আক্তার ও তার মা’কে মারধর করেছে একদল সন্ত্রাসী। ওই ঘটনায় স্কুল ছাত্রী মাকসুদা আক্তার বাদী হয়ে গত শুক্রবার দেবীদ্বার থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন।
ঘটনার পরদিন অর্থাৎ গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে মুখোশ পড়া এক সন্ত্রাসী পথিমধ্যে তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। ওই ঘটনায় স্কুল ছাত্রী মাকসুদা আক্তার বাদী হয়ে লক্ষিপুর গ্রামের মৃত; আব্দুর রহিম মাষ্টারের পুত্র আজাদ, সফিকুল ইসলামের পুত্র সবুজ, আঃ মতিনের পুত্র পাভেল সহ ৫জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হামলাকারী আজাদ, সবুজ, পাভেল এলাকার চিহ্নীত সন্ত্রাসী এবং মাদক সেবী, ওরা গত শুক্রবার একজন অজ্ঞাত কিশোরীকে বাড়িতে নিয়ে আসলে তার প্রতিতবাদ করেছিল স্কুল ছাত্রী মাকসুদা ও তার মা। ওই ঘটনায় ওদের উপর হামলা করে। হামলার ঘটনায় মাকসুদা আক্তার থানায় জিডি করলে পরিকল্পিতভাবে আজ শনিবার ওই হামলা চালায়। 
স্থানীয়রা আরো জানান, উপজেলার লক্ষীপুর গ্রামের মোখলেছুর রহমান’র কণ্যা অষ্টম শ্রেণীতে পড়–য়া ছাত্রী মাকসুদা আক্তার(১৪) প্রাইভেট পড়ার জন্য শনিবার সকালে খলিলপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে লক্ষীপুর গ্রামের ভূঁইয়াবাড়ি সড়কের মাথায় গোমতী নদী ভেরী বাঁধ সংলগ্নে আসার পর, মুখখোশপড়া অজ্ঞাত এক যুবক পেছন দিক থেকে তাকে ঝাপটে ধরে। এসময় ওই ছাত্রী তার হাত থেকে বাচাঁর চেষ্টা করলে তাকে ছুরিকাঘাতে আহত করে, পড়নের জামার বিভিন্ন অংশে কেটে গেলেও শরীরে বড়ধরনের আঘাত করতে পারেনি। ধস্তা ধস্তির এক পর্যায়ে স্কুল ছাত্রী মাকসুদা একটি গর্তে পিছলে পড়ে যায়, ওখান থেকে উঠে চিৎকার করতে করতে পাশ্ববর্তী বাড়িতে আশ্রয় নেয়। তার চিৎকার শোনে বাড়ির কর্তা আব্দুল হাকিম ভূঁইয়া ছুটে আসে এবং ওই যুবকের খোঁজে দৌড়ে আসলেও তাকে আর খুঁজে পায়নি। স্থানীয়রা আহত স্কুল ছাত্রীকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত স্কুল ছাত্রী(১৪) জানায়, সে প্রতি দিনের ন্যায় খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মাহববুর রহমান’র কাছে ইংরেজী বিষয় প্রাইভেট পড়তে আসে। আজও আসার পথে অনুমান সকাল সাড়ে ৬টায় লক্ষীপুর গ্রামের ভূঁইয়াবাড়ি সড়কের মাথায় গোমতী নদী ভেরী বাঁধ সংলগ্নে হঠাৎ একজন মুখোশপড়া ১৮/১৯ বছর বয়সী একটি ছেলে পেছন দিক থেকে তাকে ঝাপটে ধরে। আমি কিছু বলার আগেই সে আমার মুখ চেপে ধরে টানা হেচড়া শুরু করে। এক পর্যায়ে হাতে থাকা ছুরি বের করে আমাকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এলোপাথারী পুচাতে থাকে, আমি নিজেকে বাঁচাতে যেয়ে ফসকে সড়কের পাশের একটি গর্তে পড়ে যাই এবং সেখান থেকে উঠে চিৎকার করতে করতে পাশ্ববর্তী বাড়িতে যেয়ে প্রাণ বাঁচাই। ছেলেটি মুখোশ পড়া থাকলেও তার গায়ের রং কালো মাথার চুল কোকড়ানো এবং পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট ছিল। ওই স্কুল ছাত্রী খলিলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর যমুনা শাখায় পড়েন।
শনিবার রাত ৮টায় এ ব্যপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় ভিক্টিম স্কুল ছাত্রী একটি অভিযোগপত্র থানায় জমা দিয়েছেন। তবে মামলা হিসেবে তা এখনো নথিভূক্ত হয়নি, বাদী হামলাকারীকে সনাক্ত করতে পারেনি। তদন্ত চলছে মামলা প্রক্রিয়াধিন আছে।