ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর বিষপান

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

সাজ্জাদ ভূইয়া বিজয় ও নুরুন্নাহার সামিয়া। দুজনই কুমিল্লার আদর্শ নগর উপজেলার দুর্গাপর ইউনিয়নের বাসিন্দা। পরিবারের অমতে তারা পালিয়ে বিয়ে করেছেন সাত মাস আগে। সামিয়ার বাবা বিয়ে মেনে না নিয়ে বিজয়ের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়েছেন। ওই মামলায় তিনি জেল খাটেন এক মাস সাতদিন। তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।

এসব ঘটনায় রোববার (২৪ জুলাই) রাতে স্বামী-স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে হয়রানি বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় তারা একসঙ্গে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন।

পরদিন সোমবার (২৫ জুলাই) সকাল ১০টায় দৌলতপুর এলাকায় পুলিশ নিয়ে মেয়েকে আনতে জান মাসুদুর রহমান। এ সময় বাবার বাড়ি যাবেন না বলেই স্বামী-স্ত্রী দুজনই সবার উপস্থিতিতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর বিষপান

সাজ্জাদ ভূইয়া বিজয় আদর্শ সদর উপজেলার দুর্গাপর ইউনিয়নের দৌলতপুর এলাকার ফরহাদ আহমেদ ভূইয়ার ছেলে। তার স্ত্রী নুরুন্নাহার সামিয়া একই ইউনিয়নের বলরামপুর এলাকার ব্যবসায়ী মাসুদুর রহমানের মেয়ে।

সাজ্জাদ ভূইয়ার বাবা ফরহাদ আহমেদ ভূইয়া জানান, তার ছেলে বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাসুদুর রহমানের মেয়ে সামিয়ার। তারা দুজনই পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। এরই মধ্যে সামিয়ার ১৮ বছর পূর্ণ না হওয়ায় তার পরিবার বিজয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করে। ওই মামলায় বিজয় এক মাস ৭ দিন জেল খাটেন। সামিয়া আদালতে হাজির হয়ে বিজয়ের সঙ্গে পালানোর কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে আদালত বিজয়কে জামিন দিয়ে সামিয়াকে তার বাবার কাছে হস্তান্তর করেন। ২৪ মে বিজয় কারাগার থেকে মুক্তি পান।

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর বিষপান

ফরহাদ আহমেদ বলেন, ‘এরপর থেকে সামিয়ার বাবা তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করলে রোববার (২৪ জুলাই) সে বিজয়ের কাছে চলে আসে। পরে সামিয়ার বাবা তাকে ফোন করে শাসালে তারা উভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সকাল ১০টায় আমার বাড়িতে পুলিশ নিয়ে এসে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মাসুদুর রহমান। এ সময় বাবার বাড়িতে যাবে না বলেই তারা স্বামী-স্ত্রী দুজনই সবার উপস্থিতিতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে দুজনকে ছাড়পত্র দিয়ে ছুটি দেওয়া হয়।’

এ বিষয়ে বক্তব্য জানতে সামিয়ার বাবা মাসুদুর রহমানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর বিষপান

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, এ বিষয়ে যেহেতু আদালতে মামলা চলছে, তাই পুলিশের কিছু করার নেই। তারপরও আমরা বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করছি।