ব্রেকিং:
ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

কুমিল্লার বুড়িচংয়ের বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে অবাধে কাটা হচ্ছে মাটি। আর এই মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। অতিরিক্ত মাটি পরিবহন ও ওভারলোড ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচলের ফলে নষ্ট হচ্ছে রাস্তা। এছাড়া ধুলা-বালিতে ফসলি জমি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গ্রামের সরু সড়কগুলো দিয়ে চলছে মাটিভর্তি ওভারলোড ড্রাম ট্রাক। ফসলি জমি থেকে ভেকুর মাধ্যমে মাটি কেটে নেয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। ড্রাম ট্রাকগুলো চলার কারণে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। রাস্তার পাশে ফসলি জমিগুলোর উপর পড়ে রয়েছে ধুলা-বালির মোটা আবরণ।

 

ছবি: ডেইলি বাংলাদেশ

উপজেলার ময়নামতি ইউপির শাহ দলতপুর এলাকায় ফসলি জমিতে দেখা যায়, ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি। ৪-৫টি ড্রাম ট্রাক বিরাতিহীনভাবে এই মাটি পরিবহনের কাজে নিয়োজিত রয়েছে। 

মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহ দলতপুর পশ্চিম খন্দকার বাড়ির মোসাদ্দেক খন্দকারের ছেলে মো. আরিফের নেতৃত্বে মধ্যম শাহদলতপুরসহ বিভিন্ন এলাকায় মাটি কাটা হচ্ছে। জমি থেকে কাটা মাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়ামী হোটেলের কাছে ভরাট করা হচ্ছে। এছাড়া আরিফের নেতৃত্বে ময়নামতি ইউপির ডাকলাপাড়া এলাকায় ভেকু দিয়া মাটি কাটা হচ্ছে। 

মোকাম ইউপির কারপাই, সাদাত জুট মিলের পেছন, আবিদপুর, গজারিয়া, লাটুয়ারবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে।

এলাকার কৃষক মফিজ মিয়া জানান, তিনি ১০ শতক জমিতে লাল শাক লাগিয়েছিলেন, মাটি বহনকারী ট্রাক্টরের বালি পড়ে সব শাক নষ্ট হয় গেছে। ফলে ১০ শতক জমির লাশ শাক পাঁচ হাজার টাকা বিক্রির কথা ছিল, সেখানে দুই হাজার টাকা বিক্রি করতে পারছেন।

 

ছবি: ডেইলি বাংলাদেশ 

কৃষক আবুল হাসান বলেন, আমি ১৫ শতক জমিতে আলু ও ১০ শতক জমিতে সরিষা চাষ করেছি, রাস্তার পাশে জমি থাকায় ট্রাক্টরের বালু পড়ে আমার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

অটোরিকশা চালাক কামাল হাসন বলেন, সরু সড়ক দিয়ে বড়-বড় ড্রাম ট্রাক চলাচলের কারণে প্রতিনিয়ত রাস্তা ভেঙে যাচ্ছে। ফলে ওই সড়কগুলো দিয়ে চলাচলে অসুবিধা হচ্ছে মানুষ ও বিভিন্ন ছোট যানবাহনের।

উপজলা সহকারী কমিশনার (ভূমি) তাহ্মিদা আক্তার বলেন, দ্রুত সময়র মধ্যে ফসলি জমিতে মাটি কাটা বন্ধের অভিযান পরিচালিত হবে।

এ বিষয়ে বুড়িচংয়ের ইউএনও ইমরুল হাসান বলেন, ডিসির অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা আইনত অপরাধ। ফসলি জমিতে ভেকু দিয়া মাটি কাটার বিরুদ্ধে বেশ কয়েকবার মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আবার অভিযান চালানো হবে।