ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ফেনীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার ও সুষ্ঠু সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষে লড়াকু একঝাঁক সাংস্কৃতিক কর্মীরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠন করে। এ উদ্দেশ্য ও লক্ষ্য সারা বাংলাদেশে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। বাঙ্গালি জাতির ইতিহাস-সংস্কৃতি ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সুষ্ঠু সংস্কৃতির ধারা বজায় রাখার আহ্বান জানান তিনি।

রবিবার ফেনী শহরের রাজাঝির দিঘীর পাড়ের নবীনচন্দ্র সেন কালচার সেন্টারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ফেনীর সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবি শহীদ জহির রায়হান মিলনায়তন পুনঃনির্মাণ প্রসঙ্গে বলেন, এ ন্যায্য দাবির পক্ষে তিনিও একমত পোষণ করেন। তিনি বলেন, এ দাবি বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সভাপতি শান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাকসুদুর রহমান, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক পৃথ্বীরাজ চক্রবর্তী ও এম এফ রহমান মিলনের যৌথ সঞ্চালনায় এছাড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার সজল কুমার দাস, রজত বিশ্বাস, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জান্নাত আরা যুঁথী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা পর্বে অংশ নেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি জাহিদ হোসেন বাবলু, কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, বলপয়েন্টের সভাপতি কবি ইকবাল আলম, সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাযহার, সংগীত শিক্ষার্থী সম্মিলন পরিচালক অজয় দাশ, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র সমন্বয়ক অরূপ দত্ত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অ্যাডভোকেট শিপন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে কবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার কর্মকর্তা ও সদস্যগণ অংশ নেন। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।