ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বদলে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর ২৭ বছর পর উন্মুক্ত হলো আমদানির দ্বার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

আখাউড়া-আগরতলা স্থলবন্দরে ২৭ বছর পর উন্মুক্ত হচ্ছে আমদানির দ্বার। অচিরেই এ বন্দর দিয়ে নিষিদ্ধ পণ্যছাড়া সব ধরনের পণ্য আমদানি করা যাবে। এতে বদলে যাবে এ বন্দরের অর্থনৈতিক অবস্থা।

জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে আগে মাত্র সাতটি পণ্য আমদানির অনুমতি ছিল। তবে চাহিদা না থাকায় এ সব পণ্য আমদানিতে আগ্রহ ছিল না বাংলাদেশি ব্যবসায়ীদের। যে কারণে আমদানির পরিমাণ নেমে আসে শূন্যের কোঠায়। নতুনভাবে পণ্য আমদানির অনুমতি আসার খবরে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

সংশ্লিষ্টদের অভিমত, ৯ ফেব্রুয়ারি আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত প্রচেষ্টায় এ বন্দরের পণ্য আমদানিতে পরিপূর্ণতা আসে। সব ধরনের পণ্য আমদানির অনুমতি পাওয়ায় ব্যবসায়ীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। বিতরণ করা হয় মিষ্টি। এই বন্দর দিয়ে আমদানির পথ সুগম হওয়ায় রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর হবে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বলেন, নতুন এ সিদ্ধান্তের ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাপক গতি পাবে। বাড়বে পাসপোর্টধারী যাত্রী পারাপারও।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, বন্দরের ব্যবসায়িক কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। এ কারণে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সব পণ্য আমদানি অনুমতির দাবি জানাচ্ছিলেন। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে একাধিকাবার আলোচনা হয়। মূলত মন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় জাতীয় রাজস্ব বোর্ড সব ধরনের পণ্য আমদানির অনুমতি দিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন পাইনি। প্রজ্ঞাপন পেলে কার্যক্রম পুরোদমে শুরু হবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিষিদ্ধ পণ্য ছাড়া সব ধরনের পণ্য আমদানির অনুমোদন দেয়ায়। আখাউড়া স্থলবন্দর শতভাগ আমদানিমুখী হবে। এতে বন্দর চাঙ্গা হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয় ১৯৭৯ সালে। ২০১০ সালে এটিকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই গতি বাড়ে ব্যবসায়িক কার্যক্রমের। পাথর, রড, সিমেন্টসহ এ বন্দর দিয়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় পণ্য ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি রাজ্যের বিভিন্ন প্রয়োজন মেটাতো। এক পর্যায়ে শুরু হয় মাছ রফতানি। বর্তমানে ভারতের ওই সাতটি রাজ্যে অ্যভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার পাশাপাশি বিভিন্ন কারখানা স্থাপন করায় পণ্য রফতানি একেবারেই কমে আসে। তবে আগের তুলনায় যাত্রী পারাপার কয়েকগুণ বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে দেশের মানুষ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত করছে।