ব্রেকিং:
নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা জাহাজসহ জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের সবশেষ অবস্থা জানা গেছে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রমজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ রোজায় স্কুল খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর আম্বানিপুত্রের বিয়েতে যে দামি উপহার দিলেন শাহরুখ-সালমান মেয়র পদে উপনির্বাচন- কুমিল্লায় জয়ী বাহারকন্যা সূচনা বাহারকন্যা সূচনার বিরুদ্ধে সাক্কু-তানিম-কায়সারের অভিযোগ ভোট দিয়ে তানিমের অভিযোগ রমজানকে ঘিরে সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বিএনপির আমলে দেশে ধর্ষণের ঘটনা বেশি হয়েছে

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০  

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশে হত্যা, সন্ত্রাস, নারী ও সংখ্যালঘু নির্যাতনের যে অভয়ারণ্য তৈরি করেছিল তা বিএনপি ভুলে গেলেও এদেশের মানুষ ভোলেনি। আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মী হত্যা, হাজারও নারীকে ধর্ষণ করা হয়েছে সে সময়। কেউ বিচার পায়নি, বিচারের বাণী নিভৃতে কেঁদেছে।

জানা গেছে, বিএনপির আমলে দলীয়ভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশে নারী ধর্ষণ করা হয়েছে। ২০০১ সালের পর ৮ বছরের শিশুকে, অন্তঃসত্ত্বা মহিলাকে এমনকি নৌকায় ভোট দেয়ার অপরাধে পুরো গ্রাম অবরুদ্ধ করে সেখানকার মহিলাদের ধর্ষণ করা হয়েছে। সেই দুঃসহ স্মৃতি এখনো অনেকে বয়ে বেড়াচ্ছে।

পক্ষান্তরে, দেশরত্ন শেখ হাসিনার সরকার কোনো অপরাধ আড়াল করতে চায় না, কোনো অপকর্ম রাজনৈতিক রং দিয়ে আড়াল করতে চায় না। অপরাধকে অপরাধ হিসেবে দেখে। দুর্নীতি, অনিয়ম ও যে কোনো অপরাধের মূলোৎপাটনে শেখ হাসিনার পিছুটান নেই। প্রতিটি ঘটনার বিচার হয়।

এদিকে, দেশে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় মেতে উঠে। একটি ঘটনাকে অন্যদিকে ঘোরানোর অপচেষ্টায় লিপ্ত তারা। যখনি কোনো ইস্যু পায়, তা খড়কুটোর মতো আঁকড়ে ধরে সরকারবিরোধী আন্দোলনের অপচেষ্টা চালায় এই দলটি। তবে এসব বিষয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক সজাগ। সরকারবিরোধী গোপন বৈঠক হলেই ধরা পড়ে যায় অপরাধীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিএনপির উচিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের থেকে সুশাসনের শিক্ষা নেয়া। তা না হলে ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।