ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বিকাশের কোটি টাকা আত্মসাৎকারী গ্রেফতার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ মে ২০১৯  

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিকাশ পরিবেশক, মো. শাহজাহানের কোটি টাকা আত্মসাৎকারী সুপারভাইজার মো.সাইফুল ইসলামকে, ঠাকুরগাও থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।  গ্রেফতার সাইফুল ইসলাম জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার গোপালনগর গ্রামের বজলু মিয়ার ছেলে। তাকে গ্রেফতারের পর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২০ লাখ ৯৩ হাজার টাকা। 
সাইফুলকে আদালতে সোপর্দ করার পর সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এস আই আনোয়ার হোসেন। 
ব্রাহ্মণপাড়ার বিকাশ পরিবেশক শাহজাহানের প্রতিষ্ঠানে, সুপারভাইজার পদে কর্মরত ছিলেন সাইফুল। সে প্রতিদিন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বিকাশের ডিএসওদের সঙ্গে টাকা আদান প্রদান করতো এবং এজেন্টদের মার্কেট তদারকি করতো। 
গত ১৮ মার্চ মামলার বাদী শাহজাহান, ময়নামতি এনআরবিসি ব্যাংক থেকে চেকের মাধ্যমে ৩কোটি ২৫ লাখ টাকা উঠিয়ে, সে টাকা থেকে ডিএসও’দের দেয়ার জন্য সাইফুলকে ৭০ লাখ টাকা দেন। ওই টাকা থেকে প্রতারক সাইফুল ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা এলাকার ডিএসও বিল্লাল হোসেনকে ১১ লাখ ৩০ হাজার  দেন। অবশিষ্ট  ৫৮ লাখ ৭০ হাজার  টাকা সে ফেরত দেয়নি। 
এছাড়াও ওই প্রতারক গত ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত, বিভিন্ন এজেন্টদের কাছ থেকে আরো ৫১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। 
এদিকে তার বিরুদ্ধে মোট এক কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করার পর মামলাটি তদন্ত শুরু করেন ডিবির এসআই আনোয়ার হোসেন। 
গোপন সূত্রে খবর পেয়ে এসআই আনোয়ার হোসেন ডিবির একটি টিম নিয়ে গত গত ৪ মে রাতে সাইফুলকে ঠাকরগাঁও জেলা সদর থেকে গ্রেফতার করেন। পরে তাকে নিয়ে গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন। মামলার তদন্তকারী ওই কর্মকর্তা জানান, অবশিষ্ট টাকা উদ্ধার ও এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে সাইফুলকে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।