ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বিকেএসপিতে সাকিব, বিকেল থেকে শুরু অনুশীলন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০  

কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ওপর আইসিসি প্রদত্ত নিষেধাজ্ঞার মেয়াদ অক্টোবরে শেষ হবে। একইসময়ে শ্রীলংকায় সিরিজ খেলতে ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে বিকেএসপিতে গেছেন সাকিব। আজ (শনিবার) বিকেল থেকেই তার অনুশীলন শুরু করার কথা রয়েছে। 

দেশে ফেরার আগেই এক দফা করোনাভাইরাস পরীক্ষা করা সাকিব যেখানে ফল ‘নেগেটিভ’ এসেছিল। দেশে আসার পরদিন আবারো কোভিড-১৯ টেস্ট করান তিনি। সেখানে শুক্রবার আবারো ‘নেগেটিভ’ ফল পাওয়ার পর আর দেরি না করে বিকেএসপিতে চলে যান এই ক্রিকেটার। 

আইসিসির নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কোনো রকমের সুযোগ-সুবিধা নিতে পারবেন না সাকিব। ফলে ক্রিকেটার হওয়ার হাতেখড়ির জায়গা বিকেএসপিকেই প্রস্তুতিপর্ব সারার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন তিনি। এখানেই আগামী কিছুদিন নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

কৃতি এই প্রাক্তন ছাত্রকে সম্ভাব্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেবে বিকেএসপি। আপাতত ফিটনেস ট্রেনিং দিয়ে সাকিবের প্রস্তুতি পর্ব শুরু হবে। এখানে তাকে বিকেএসপির কোচরা সহায়তা করবেন। এখানকার অ্যাথলেটিকস ট্র্যাক থেকে শুরু করে সুইমিং পুল সবই ব্যবহার করতে পারবেন এই অলরাউন্ডার। প্রয়োজনে বিকেএসপির মনোবিদের সহায়তাও নিতে পারবেন তিনি।

স্কিল ট্রেনিংয়ে সাকিবকে সহায়তা করবেন তার ঘনিষ্ঠ দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘদিন বিসিবিতে কাজ করার পর বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে কাজ করছেন ‘ফাহিম স্যার’। অন্যদিকে সাকিবের বরাবরের ‘মেন্টর’ ও দেশসেরা কোচদের একজন সালাউদ্দিন থাকেন বিকেএসপি ক্যাম্পাসেই। এই দুজনের তত্ত্বাবধানে চলবে সাকিবের স্কিল ঝালাই পর্ব।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেট ম্যাচ খেলবে পারবেন সাকিব। ততদিনে শ্রীলংকা সফরে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হয়ে যাবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিছুদিন আগে জানিয়েছেন, শ্রীলংকায় দ্বিতীয় টেস্ট থেকেই খেলানো হবে সাকিবকে। 

এ লক্ষ্যে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সপ্তাহ দুয়েক আগে সাকিবকে শ্রীলংকায় নিয়ে যাওয়া হতে পারে। দলের সঙ্গে না থেকে আলাদা করে সেখানে অনুশীলন করবেন তিনি। তবে জাতীয় দলের সাপোর্ট স্টাফরা সেখানে আলাদাভাবে তার সঙ্গে কাজ করতে পারবেন।