ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বিজয় দিবস মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন নিউজ টিম

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন বিজয় দিবস মিডিয়া ক্রিকেট ম্যাচে প্রিন্ট এন্ড অনলাইন নিউজ এজেন্সি টিম চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের দশম বারের মত এ আয়োজনে মুখোমুখি হয়েছিল প্রিন্ট এন্ড অনলাইন নিউজ এজেন্সি টিম বনাম ইলেক্ট্রনিক্স এন্ড ক্যামেরাপার্সন টিম।

এ খেলায় ইলেক্ট্রনিক্স এন্ড ক্যামেরাপার্সন টিমকে ৪০ হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রিন্ট এন্ড অনলাইন নিউজ এজেন্সি টিম ।

সকালে টসে জিতে প্রিন্ট এন্ড অনলাইন নিউজ এজেন্সি টিমের অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৩০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯৯ রান করে দলটি । দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন আবরার আল দাইয়ান। এছাড়া শাহ ইমরান ১৮, হারেছ ১৬, মাহবুবুল আলম আরিফ ২৬ ও ইমতিয়াজ আহমেদ জিতু ৮ রান করেন।

ইলেক্ট্রনিক্স এন্ড ক্যামেরাপার্সন টিমের পক্ষে তারিকুল ইসলাম শিবলী ও জ্যাকি ৩ টি করে, সোহরাব সুমন ও সুমন কবির ২টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ইলেক্ট্রনিক্স এন্ড ক্যামেরাপার্সন টিম নির্ধারিত ৩০ ওভারে ১৫৯ রান করেন। দলের পক্ষে শিবলী ৩৩, আরিফ আসগর ১৮, সোহরাব সুমন ১২, আশিক ১১, দিপু ৯ রান করেন। প্রিন্ট এন্ড অনলাইন নিউজ এজেন্সি টিমের পক্ষে সেলিম সজীব ৪ টি, বিপ্লব ও দাইয়ান ৩টি করে এবং ইমতিয়াজ আহমেদ জিতু দুটি উইকেট পান।

ম্যাচ চলাকালে মাঠে আসেন কুমিল্লা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বাদল খন্দকার।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত ) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি অশোক বড়ুয়া, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির রণী, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রণী। এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, ডেইলি আওয়ার টাইমের প্রতিনিধি মাহবুবুল আলম বাবু প্রমুখ।

এ ম্যাচটি সফল আয়োজনে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ন কবীর রণি , কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্ট কমিটির আহŸায়ক আশিকুর রহমান আশিক, চ্যানেল বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শাহ ইমরান, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ভূইয়া এবং বাংলাভিশন টিভির ইউরোপ ব্যুরো প্রধান ও দীপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সল আহমেদ দ্বীপকে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয় (দ্বীপের পক্ষে শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন ফেরদৌস)।

এ ম্যাচে রানারআপ দলের সেরা বোলার হয়েছেন জ্যাকি ও সেরা ব্যাটসম্যান হয়েছেন তারিকুল ইসলাম শিবলী। চ্যাম্পিয়ন দলের সেরা বোলার হয়েছেন সেলিম সজীব ও সেরা ব্যাটসম্যান হয়েছেন আবরার আল দাইয়ান। সেরা ফিল্ডার হয়েছেন চ্যাম্পিয়ন দলের তামজিদ হোসেন লিপু, সেরা ক্যাচের পুরষ্কার পেয়েছেন বিপ্লব হাসান, সর্বোচ্চ বাউন্ডারির পুরষ্কার পেয়েছেন আবরার আল দাইয়ান, সেরা মোমেন্ট চ্যাঞ্জারের পুরষ্কার পেয়েছেন ইমতিয়াজ আহমেদ জিতু এবং ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন আবরার আল দাইয়ান ।

প্রিন্ট এন্ড অনলাইন নিউজ এজেন্সি টিমের খেলোয়াড়রা হলেন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু (অধিনায়ক), তামজিদ হোসেন লিপু ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), খালিদ বিন নজরুল ( ডেইলি স্টার), শাহ ইমরান ( দৈনিক আজকের কুমিল্লা), রিয়াদ ওবায়েদ উল্লাহ (দৈনিক পূর্বাশা), মনির হোসেন ( দেশ প্রতিক্ষণ ), হাবিবুর রহমান খান ( দৈনিক বাংলার আলোড়ন), মান্নান কবির ভূইয়া (সাপ্তাহিক পথিকৃত কুমিল্লা), এম এইচ মনির (দৈনিক রুপসী বাংলা) , এমদাদুল হক সোহাগ (দৈনিক রুপসী বাংলা), শামছুল আলম রাজন (কুমিল্লার বার্তা) , অমিত মজুমদার (জাগো কুমিল্লা), মহিউদ্দিন ভূইয়া (দৈনিক পূর্বাশা), আসিফ মান্না (সাপ্তাহিক মেগোতি), নেকবর হোসেন ( দৈনিক বাংলার আলোড়ন),রুবেল হোসেন ( চ্যানেল বাংলাদেশ অনলাইন), জহিরুল ইসলাম বাবু (অননিউজ টোয়েন্টি ফোর), মাহবুবুল আলম আরিফ (দৈনিক আজকের কুমিল্লা/দৈনিক মানবকন্ঠ), শরীফুল ইসলাম ( দৈনিক আজকের কুমিল্লা), মোঃ আলাউদ্দিন (দৈনিক পূর্বাশা), সেলিম সজীব ( দৈনিক আজকের কুমিল্লা),হালিম সৈকত (দৈনিক সমাজ কন্ঠ), রফিকুল ইসলাম (দুর্নীতির সন্ধানে), বিপ্লব হাসান (চ্যানেল বাংলাদেশ), আবরার আল দাইয়ান ( ডেইলি বাংলাদেশ মিরর অনলাইন),মারুফ কল্প ( দৈনিক প্রতিদিনের সংবাদ ), মোঃ আকিবুল ইসলাম হারেছ (দৈনিক কালজয়ী) ও রকিবুল হাসান রকি (দৈনিক সমাজকন্ঠ)।

কোচ ও ম্যানেজারঃ
অশোক বড়–য়া (বাসস/ দৈনিক রুপসী বাংলা), মাহবুব আলম বাবু (ডেইলি আওয়ার টাইম) ও গাজীউল হক সোহাগ (দৈনিক প্রথম আলো)।

ইলেক্ট্রনিক্স এন্ড ক্যামেরাপার্সন টিমের খেলোয়াড়রা হলেন, মোহনা টিভির প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু ( অধিনায়ক), সাইফ উদ্দিন রণী (মাই টিভি), আনোয়ার হোসেন ( বৈশাখী টিভি), সেলিম রেজা মুন্সি (জিটিভি), জাহাঙ্গীর আলম ইমরুল ( মাছরাঙ্গা টিভি), মোঃ আজিজুল হক (এশিয়ান টিভি), আবু মুসা ( এসএ টিভি), আতিক (চ্যানেল টোয়েন্টি ফোর), জাহিদুর রহমান (চ্যানেল টোয়েন্টি ফোর), দেলোয়ার হোসেন জাকির (জয়যাত্রা ),আশিকুর রহমান আশিক ( জাগরণী টিভি), তারিকুল ইসলাম শিবলী (চ্যানেল নাইন), তানভীর দিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আরিফ মজুমদার (বাংলা টিভি), সৈয়দ আহসান হাবিব পাখি (আনন্দ টিভি), এইচ এম মহিউদ্দিন (জয়যাত্রা/ মেঘনা টিভি), সালাউদ্দিন সুমন (আরটিভি), সুমন কবির ভূইয়া (জয়যাত্রা), সাইফুল সুমন (পথিকৃত কুমিল্লা), সোহরাব সুমন (আরটিভি), সাকিব আল হেলাল (আনন্দ টিভি),জ্যাকি ( যমুনা টিভি), হাসান ফরহাদ (কুমিল্লা টোয়েন্টি ফোর), নুর ইসলাম (দৈনিক ডাক প্রতিদিন), তুহিন আহমেদ (দৈনিক বাংলার আলোড়ন) ।

কোচ ও ম্যানেজারঃ
হুমায়ন কবীর রণি (একুশে টিভি), ওমর ফারুকী তাপস (সিটিভি নিউজ)।

এ ম্যাচের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দ্বীপ ফাউন্ডেশন, দৈনিক আজকের কুমিল্লা, জাগো কুমিল্লা, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি, চ্যানেল বাংলাদেশ, জিএইচপি গ্রæপ, কুয়াশা ক্রিয়েশানস, কুমিল্লার বার্তা, ডেইলি বাংলাদেশ মিরর অনলাইন নিউজ, বর্তমান প্রতিদিন, অননিউজটোয়েনিট ফোর, বাংলার আলোড়ন, দৈনিক শিরোনাম, দৃস্টান্ত ফাউন্ডেশন, দৈনিক পূর্বাশা, মেঘনা টিভি, পথিকৃত কুমিল্লা, বিবর্তন, কুমিল্লা মহানগর কলেজ ও ফেনি সিটি কলেজের চেয়ারম্যান সহিদুল ইসলাম জিয়া, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি এড. নঈমুল হক মজুমদার, দৈনিক ডাক প্রতিদিন।