ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বিলাসবহুল ফ্ল্যাটে মিনিবার, বলাকা ব্লেডের পরিচালক সেলিম আটক

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

রাজধানীর বনানীতে বিলাসবহুল ফ্ল্যাটে চলছিল মাদকের রমরমা ব্যবসা। অভিযান চালিয়ে আইস-এলএসডি, কোকেন, গাঁজাসহ বিপুল বিদেশি মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

জব্দ করা হয় মাদক বিক্রির ২ লাখ টাকা। আটক করা হয় বলাকা ব্লেড (বর্তমানে সামাহ রেজার ব্লেডস) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারকে।

বাইরে থেকে দেখে আবাসিক ফ্ল্যাট মনে হলেও ভেতরে ছিল লাইসেন্সবিহীন পানশালা। বনানীর একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি খুলে বসেছিলেন অবৈধ মিনিবার। তার বারে বিভিন্ন ব্যক্তি মাদক সেবন ও বিক্রি করতেন। তবে সেলিমের ছিল না মাদক সেবন বা বিক্রির লাইসেন্স। শুধু তাই নয় ফ্ল্যাটের রুমে রুমে থরেথরে সাজানো গাঁজা, এলএসডি, আইস ও কোকেনসহ বিপুল বিদেশি মাদক।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বনানীর ১১ নম্বর রোডের ৭৭ নম্বর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
 

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক (উত্তর) রাশেদুজ্জামান সাংবাদিকদের জানান, মাদকদ্রব্যের পাশাপাশি মেলে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ওষুধসহ বিকৃত যৌনাচারের নানা সামগ্রী।

তিনি আরও জানান, ফ্ল্যাটের বাসিন্দা সেলিম সাত্তার ও তার স্ত্রী এখানে বন্ধুদের নিয়ে বিদেশি মাদক সেবন করতেন। লাইসেন্স ছাড়া ভয়ংকর সব বিদেশি মাদক দেশে এনে বিক্রিও করতেন।
 

বাসার ভেতরে মিনি বারে কারা আসতেন জানতে চাইলে ডিএনসির উপপরিচালক রাশেদুজ্জামান বলেন, বাসার ভেতরে বারে সাত্তারের বন্ধুবান্ধবসহ বিভিন্ন ব্যক্তি আসতেন। এছাড়া তিনি মাদক বিক্রি করতেন। কষ্টিপাথর, মূর্তি উদ্ধার করা হয় বাসা থেকে। তবে কষ্টিপাথরের মতো দেখতে মূর্তিগুলো আসল নয়। এগুলো বহু পুরোনো মৃৎশিল্প। বাসাটিতে আটক সেলিমের স্ত্রী ও গৃহকর্মীসহ চারজন থাকতেন। মাদকের সঙ্গে সেলিমের স্ত্রীর কোনো যোগসাজশ পাওয়া যায়নি বলে তাকে আটক করা হয়নি। সেলিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলা প্রক্রিয়াধীন।

সেলিম সাত্তারের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসির এ কর্মকর্তা বলেন, তিনি বাংলাদেশ ও সুইডেনের দৈত নাগরিক। সেলিম সাত্তার বিভিন্ন সময় বিদেশে যাতায়াতের মাধ্যমে এ মাদক সংগ্রহ করতেন। এই বাসাটি তার নিজস্ব। উদ্ধার হওয়া মাদক তিনি নিজে ব্যবহার ও বিক্রি করে আসছিলেন।