ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বুড়িচং সদর ইউনিয়ন পরিষদে ফি বিহীন সেবা পাচ্ছে জনগণ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ মে ২০২৩  

সরকারি সেবা লাভের প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদ। যেখান থেকে প্রাথমিক পর্যায়ের অসংখ্য সরকারি সেবা গ্রহণ করে সাধারণ মানুষ। অধিকাংশ সময় সেবাগ্রহীতারা সেসব সেবা গ্রহণ প্রক্রিয়ার বিষয়ে যেমন ওয়াকিবহাল নন, তেমনি দেশের বিভিন্ন এলাকার অধিকাংশ ইউনিয়ন পরিষদে সেবাদাতাদের সঙ্গে গ্রহীতাদের যথেষ্ট সমন্বয়হীনতাও দেখা যায়। সেটি কখনো লেনদেনের, কখনো সেবা গ্রহণের ক্ষেত্রে কালক্ষেপনসহ বিভিন্ন কারনে। 

এক্ষেত্রে কুমিল্লার ৩নং বুড়িচং (সদর) ইউনিয়ন পরিষদের চিত্র পুরোপুরি ভিন্ন। ওই পরিষদের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন। এবারই প্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন শপথ গ্রহণের পর থেকেই নাগরিক সেবায় একের পর এক দেখিয়ে যাচ্ছেন চমক। যার তথ্য ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গোটা জেলাজুড়েও। 

জানা গেছে, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের নাগরিকদের নাগরিক সেবার ফি মওকুফ করাসহ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। স্বচ্ছতা আনার জন্য ইউনিয়ন পরিষদে বসিয়েছেন সিসি ক্যামেরা। করছেন মনিটরিংও। একসঙ্গে এতোসব সেবা এই পরিষদের ইতিহাসে এবারই প্রথম শুরু করেছেন তিনি। সেবা প্রদান প্রক্রিয়ায় তাকে অনুসরন করে বুড়িচং উপজেলা তথা কুমিল্লা জেলার অন্যান্য ইউপি চেয়ারম্যানরাও ইতোমধ্যে এসব পদক্ষেপ নেয়া শুরু করেছেন বলে জানা গেছে। পরিষদ প্রাঙ্গণে আসা সেবা গ্রহীতাদের ভোগান্তি এড়াতে ও সেবার মান নিশ্চিত করতে সম্প্রতি সিটিজেন চার্টারও প্রকাশ করেছেন তিনি। এরপর থেকেই স্থানীয় সাধারণ মানুষসহ সর্বমহলের প্রশংসায় ভাসছেন তিনি। 

জানতে চাইলে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন, ইউনিয়নের ১৪টি নাগরিক সেবার মধ্যে ১০টি সেবাই ফ্রি করেছি। এর মধ্যে একটি সেবা ‘মৃত্যু নিবন্ধন’, এর টাকা সরকারের কোষাগারে জমা দিতে হয়। সেটাও আমি বুড়িচং সদর ইউনিয়নবাসীর জন্য ফ্রি করেছি। মৃত্যু নিবন্ধনের সরকারী ফি আমি প্রতি মাসে যে সম্মানি ভাতা পাই সেখান থেকে সরকারের কোষাগারে চালান জমা দিবো। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগেরও সদস্য জয়নাল আবেদীন চেয়ারম্যন আরও বলেন, আমি বুড়িচং সদর ইউনিয়নের জনগণকে ফ্রি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা দিতে চাই। সেজন্য আমি ইউনিয়ন পরিষদের প্রতিটি রুমে সিসি ক্যামেরা লাগিয়েছি। ইমার্জেন্সি না হলে প্রতিদিন আমি অফিসে উপস্থিত থাকি এবং সিটিজেন চার্টারে আমার মোবাইল নম্বর দিয়েছি। যে সেবাগুলো ফ্রি করেছি সেগুলোতো বটেই অন্যান্য সেবার সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা কেউ দাবি করলে অথবা কেউ সেবা দিতে বিনা কারণে সময়ক্ষেপন করলে নাগরিকরা অর্থাৎ সেবাগ্রহণকারী জনগণ যেন আমাকে জানায়। আমাকে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। 

উল্লেখ্য, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও সমাজসেবক হিসেবে স্থানীয় সুখ্যাতি পাওয়া জয়নাল আবেদীন একই ইউনিয়নে আরও অনেক সমাজসেবামূলক কাজ করেছেন। প্রচারবিমুখ হওয়ায় এসবের প্রচারে কখনো আগ্রহও প্রকাশ করেননি তিনি। বরং অধিকাংশ দান কিংবা সামাজিক উন্নয়ন কাজ তিনি করেছেন গোপনে। 

স্থানীয়রা বলছে, স্থানীয় হরিপুর, জরইন ও যদুপুর গ্রামের যুবকদের জন্য হরিপুর আদর্শ উঁচ্চ বিদ্যালয়রে সামনে নিজ অর্থায়নে একটি বিশাল খেলার মাঠ করে দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টির জন্য ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন নিয়মিত। বিভিন্ন মসজিদের উন্নয়নে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। বিভিন্ন এনজিওর মাধ্যমে গরীবদের খাদ্য সহায়তা প্রদান, শীতের সময় শীতবস্ত্র এবং ঈদের সময় গরীবদের মধ্যে শাড়ী-লুঙ্গি বিতরণ করে যাচ্ছেন নিয়মিত। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, চেয়ারম্যান জয়নাল আবেদীন সাহেব যেসব সামাজিক কাজ করে যাচ্ছেন, তা প্রশংসণীয়।