ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ব্যবসায়ীদরঅভিযোগের তীর হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দিকে,কিন্তু কেন?

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ৩টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।১৭ জানুয়ারি রোববার ভোর রাতে হাজীগঞ্জ বাজারের বড় পুলের পূর্ব পাশের ফারিয়া ফার্ণিচার হাউজ, কাঠগোলা ফার্ণিচার হাউজ ও হারেছ প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এতে প্রায় নগদ ২লাখ টাকাসহ ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদুত্যিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৩টি টীম কাজ করে প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষ্যদর্শী দোকানের কর্মচারী হাবীব খান ও রিপন পাটওয়ারী জানান, রাত সাড়ে তিনটার সময় আমরা কাঠগোলায় ছিলাম। হঠাৎ করে আগুনের তাপ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাণে রক্ষা পেয়ে ঘর থেকে বের হয়েই দেখি দোকানগুলো পুড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বেড়ে একের পর এক প্রতিষ্টানগুলো পুড়তে থাকে। হেদায়েত উল্ল্যাহ মিরন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এসে এদিক ওদিক ছুটাছুটি করতে করতে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। তবে এর ফাঁকে শাহ্রাস্তির ফায়ার সার্ভিস এসে কিছুটা নিয়ন্ত্রনে আনে।

কাঠগোলা ফার্ণিচারের মালিক আবদুল মান্নান তালুকদার চাঁদপুর টাইমসকে জানান, আমার প্রতিষ্ঠানে নগদ ৬ লাখ টাকা ছিল। আমার প্রায় ১ কোটি টাকার ফার্ণিচার, ফোম, আলমিরা, সোপাসহ মালামাল পুড়ে যায়।

ফারিয়া ফার্ণিচারের মালিক আমির হোসেন খোকন ও মোহন তালুকদার চাঁদপুর টাইমসকে বলেন আমার ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার মধ্যে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিল।

উভয় দোকানের মালিক হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুস সালাম সওদাগর বলেন, গত প্রায় ৫ বছর পূর্বে আমি ৩০/৩৫ ফুট নিচ থেকে পিলার উঠিয়ে দোকান ঘর নির্মাণ করি। ভাড়াটিয়াদের ক্ষয়ক্ষতির পাশাপাশি আমার পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমি এখনও ঘর নির্মাণের ব্যাংকের কিস্তি পরিষদ করতে পারিনি। ক্ষয়ক্ষতি পূরনে স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমসহ জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করছি।

বাজারের ব্যবসায়ী কবির তালুকদার জানান, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের উদাসীনতার কারণে এত বড় ক্ষতি হয়েছে। তাদেরকে খবর দেওয়ার পর তারা এসে এদিক ওদিক ছোটাছুটি করছিল। তাদের রিজার্ভ পাম্পে পানি না থাকার কারণে পানির ব্যবস্থা করতে করতে পুরো প্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

হাজীগঞ্জ ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার জাকির হোসেন চাঁদপুর টাইমসকে জানান, আমরা ৪.৩৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দোকানগুলোতে স্পিড জাতীয় দ্রব্যাদি থাকার কারণে আগুনের স্পিড বেশি ছিল। সে কারণে আগুন দ্রুত গতিতে বেড়ে যায়। তবে পানির ব্যবস্থা করতে করতে একটু বিলম্ব হলেও শাহ্রাস্তি ও কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের সাহায্যে দেড় ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসে। এখানে ৬টি ইউনিটে ৩টি টীম কাজ করেছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমান বলা যাবে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এ ঘটানায় হাজীগঞ্জ শাহ্রাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম টেলিফোনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেন।

খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব উল আলম লিপন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় আগুন নিভাতে কালক্ষেপণে ফায়ার সার্ভিসের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এছাড়া সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরির্শন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলে শান্ত্বনা প্রদান করেন।