ব্রেকিং:
ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি এমপির মন্ত্রী-এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড খুন ৭; সড়কে ঝরেছে ২০ প্রাণ মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ভর্তুকি খাতে বরাদ্দ বাড়ছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ জুন ২০২০  

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও ঋণ খাতে বরাদ্দ বাড়ছে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা। এসব খাতে চলতি ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দ ছিল ৪৭ হাজার ৪৩৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে ৫২ হাজার ৮৩৮ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৫ হাজার ৪০৫ কোটি টাকা বেশি। এ খাতের ব্যয় জিডিপির ১ দশমিক ৬৬ শতাংশ। খবর অর্থ বিভাগ সূত্রের।

জানা গেছে, আগামী অর্থবছরে বিভিন্ন খাতে ভর্তুকি থাকছে ২৩ হাজার ৯৫৩ কোটি টাকা, প্রণোদনা ২২ হাজার ৮৮৫ কোটি টাকা, নগদ ঋণ সহায়তা থাকছে ৬ হাজার কোটি টাকা। প্রসঙ্গত, আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার থেকে ৬৫ হাজার কোটি টাকা। এটি হচ্ছে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ভর্তুকি খাতে ২৪ হাজার ৪৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও পরবর্তী সময়ে তা কমিয়ে ২৩ হাজার ১৯২ কোটি টাকা করা হয়। আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে ২৩ হাজার ৯৫৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হবে বিদ্যুৎ খাতে। ভর্তুকির পরিমাণ প্রাথমিকভাবে প্রাক্কলন করা হয়েছে ৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছর এ খাতে ভর্তুকি রয়েছে ৯ হাজার ৫০০ কোটি টাকা। এর পরই রয়েছে খাদ্য খাতে ভর্তুকি, যার পরিমাণ ৫ হাজার ৯৫৩ কোটি টাকা। এ খাতে চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ৪ হাজার ৯৪৮ কোটি টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে মোট ভর্তুকি রাখা হচ্ছে ৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে মোট ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আগামী অর্থবছরের বাজেটে প্রণোদনা ২২ হাজার ৮৮৫ কোটি টাকা রাখা হচ্ছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৯ হাজার ৩৮৫ কোটি টাকা। এর মধ্যে কৃষি খাতের জন্য ৯ হাজার ৫০০ কোটি টাকা রাখার প্রস্তাব করা হচ্ছে। রেমিট্যান্সের জন্য বরাদ্দ রাখা হচ্ছে ৩ হাজার ৬০ কোটি টাকা। রপ্তানিতে নগদ প্রণোদনাও রাখা হচ্ছে ৬ হাজার ৮২৫ কোটি টাকা। পাটের জন্য রাখা হচ্ছে ৫শ কোটি টাকা।

এ ছাড়া নগদ ঋণ খাতে চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার কোটি টাকা বাড়িয়ে ৬ হাজার কোটি টাকা করা হচ্ছে। চলতি অর্থবছরে এ খাতে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ আছে।