ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের সুবিধা বঞ্চিত ১৬৫ শিক্ষার্থী পেলো ৮ লাখ টাকা অনুদান দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিয়ে বাস খালে, নিহত ৩ শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : কাদের সিদ্দিকী কুমিল্লা জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে অনার্স শিক্ষার্থীর মৃত্যু দাউদকান্দিতে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত সিদ্দিকী নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলে সেটা কলঙ্কজনক হবে নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মন্ত্রিসভার ওয়েটিং লিস্টে কুমিল্লার দুই জন !

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২ জুন ২০১৯  

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ৭ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করেন। এরপর থেকেই গুঞ্জন ছিল যে, মন্ত্রিসভার আকার বাড়বে, কাঠামো পরিবর্তন হবে ইত্যাদি। কিন্তু প্রায় সাড়ে চারমাস পর মন্ত্রিসভায় ছোট্ট একটু রদবদল ছাড়া তেমন কোনো পরিবর্তনই আনা হয়নি। যদিও মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি সবসময়ই আলোচিত হয়ে আসছে।
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, মন্ত্রিসভার রদবদলের বিষয়টি তিনি রাজনৈতিক বিষয় হিসেবে বিবেচনা করেন। রাজনৈতিক একটা সুবিধাজনক সময়েই হয়তো এই রদবদলের ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে। সরকারও চায় মন্ত্রিসভার রদবদলের বিষয়টি সবসময় যেন আলোচিত থাকে। 

এর লাভ হলো দুটো। প্রথমত, মন্ত্রিসভায় যাবার আশায় যারা মন্ত্রী নন তারা অনেক তৎপর থাকেন। দলীয় কার্যক্রমেও তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন অনুষ্ঠানেও তাদেরকে সক্রিয় দেখা যায়। দ্বিতীয় বিষয়টি হলো, মন্ত্রিসভা থেকে বাদ পড়ার ভয়ে যারা মন্ত্রী আছেন তারা বাদ পড়ার ভয়ে দায়িত্ব পালনে তৎপর থাকেন। দেখা গেছে যে, মন্ত্রিসভায় রদবদলের একটা আওয়াজ রাখলে সরকার পরিচালনা সহজ হয়।

এই গুঞ্জন রাজনৈতিক বাস্তবতারই একটা দিক। মন্ত্রিসভার রদবদলের যে আওয়াজ ওঠে সে সবক্ষেত্রে সবসময়ই কুমিল্লার ২ জন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বারবার আসে। তাঁরা হলেনঃ
১) আবদুল মতিন খসরুঃ আবদুল মতিন খসরু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আইন প্রতিমন্ত্রী ছিলেন। তারপর তাঁকে পূর্ণমন্ত্রী করা হয়েছিল। ওয়ান ইলেভেনের সময় তিনি সংস্কারপন্থিদের দলে ছিলেন না। আওয়ামী লীগ সভাপতির পক্ষে তিনি আইন লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। ২০০৯ এর মন্ত্রিসভা থেকেই তার নাম বারবার আসছিল। শোনা যাচ্ছিল যে, তিনি হয়তো মন্ত্রিসভায় যোগ দেবেন। কিন্তু তৃতীয় মেয়াদের মন্ত্রিসভাতেও তিনি যোগ দেননি। যদিও আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য হিসেবে সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থায় জায়গা পেয়েছেন। কিন্তু মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি না হওয়ায় বিষয়টি একটি অবাক হওয়ার মতো ঘটনাই বটে। এ কারণে যতবারই মন্ত্রিসভায় রদবদল হয় ততবারই তার নাম আলোচিত হয়।

২) অ্যারোমা দত্তঃ অ্যারোমা দত্ত এবার মহিলা সাংসদ হিসেবে আলোচিত হন। তিনি এমপি হওয়ার পর থেকেই আলোচনা চলছিল যে, তিনি হয়তো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। কিন্তু এখন পর্যন্ত তিনি মন্ত্রীত্ব পাননি। তবে তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে দায়িত্ব পালন করছেন।
যদিও তারা কেউই এখন পর্যন্ত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি। তাদেরকে চাঙা রাখার জন্যই মন্ত্রিসভার ওয়েটিং লিস্টে তাদের নাম রয়েছে বলে গুঞ্জন ছড়ানো হয়, নাকি তারা সত্যিই ওয়েটিং লিস্টে আছেন সেটা জানেন একমাত্র আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।