ব্রেকিং:
বিএনপি নেতারা বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে না কেন? এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির সিলিন্ডার ফেটে অটোরিকশায় আগুন, ভেতরেই অঙ্গার চালক ভুটানের রাজা ঢাকায় আসছেন আজ, সই হবে তিন এমওইউ মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা কানাডার ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মুরাদনগরে ড্রেজার-ভেকু- ও মাটিবাহী ট্রাক্টরের তান্ড

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ মার্চ ২০২৩  

কুমিল্লার মুরাদনগরে বিরতিহীন চলছে ভেকু ও মাটিবাহী ট্রাক্টর। ফলে মরছে মানুষ ও আবাদি কৃষি জমি। নষ্ট হচ্ছে গ্রামীণ উন্নয়নের সড়ক। বাড়ছে ধুলাবাহিত রোগজীবাণু। গত ৬০ দিনে ভেকু-ট্রাক্টর ও ড্রেজারের গর্তে ৪ জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ উপজেলায় মাটিকাটার অবৈধ যন্ত্রপাতি জব্দে হাইকোর্টের রিট পিটিশন থাকার পরেও দেদারসে চলছে ড্রেজার-ভেকু ও মাটিবাহী ট্রাক্টর। প্রশাসন বলছেন অভিযান অব্যহত।

জানা যায়, ‘জাতীয় ভূমি ব্যবহার নীতি ২০১০’ এবং ‘কৃষিজমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন ২০১০’ অনুসারে কৃষি জমি-কৃষি কাজ ব্যতীত অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না।

কোন কৃষি জমি ভরাট করে বাড়িঘর, শিল্প-কারখানা, ইটভাটা বা অন্য কোন অকৃষি স্থাপনা কোনওভাবেই নির্মাণ করা যাবে না । এমনটি উল্লেখ থাকলেও মুরাদনগরের  কৃষি জমি প্রতিনিয়ত ব্যবহƒত হচ্ছে অকৃষি কাজে। এ ছাড়া জলাধার সুরক্ষা আইন, বনভূমি ও পাহাড় রক্ষায়ও আইন রয়েছে। কিন্তু বাস্তবতা হলো কোন আইনেরই যথাযথ প্রয়োগ নেই। কমছে কৃষি জমির পরিমাণ। অপরিকল্পিত বাসাবাড়ি ও জলধার সৃষ্টির ফলে মাথাপিছু আবাদযোগ্য জমি কমতে কমতে প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আগের এক গবেষণা থেকে জানা যায় , দেশে মোট জমির পরিমাণ ১৪ দশমিক চার মিলিয়ন হেক্টর। ১৬ কোটি মানুষের মধ্যে এ জমি ভাগ করলে জনপ্রতি পাবেন ২৪ শতাংশ, চাষযোগ্য জমি পাওয়া যাবে ১৫ শতক। সবচেয়ে আশঙ্কার কথা হলো বছরে কমছে দুই লাখ একর কৃষি জমি আর বাড়ছে প্রায় ২৫ লাখ মানুষ।

উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খানঁ পাপ্পু বলেন, মুরাদনগর উপজেলায় গত চার বছরে ১৬২ হেক্টর কৃষি জমি ড্রেজিং রাস্তাঘাট, ইটভাটা, বাড়িঘর নির্মাণসহ নানা কাজে নষ্ট হয়েছে। এখানে চাষাবাদযোগ্য জমির পরিমাণ ২৪ হাজার ২৯৩ হেক্টর। এর মধ্যে বেশির ভাগ জমিই দুই থেকে তিন ফসলি। কৃষি জমি রক্ষায় আমরা কৃষকদের নানা ভাবে উদ্বুদ্ধ করছি। এভাবে কৃষি জমি নষ্ট হলে একসময় মুরাদনগরেও  খাদ্যসংকট দেখা দিতে পারে।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, ড্রেজার বন্ধে অভিযান অব্যাহত আছে। ভেকু ও ট্রাক্টরেগুলো ভ্রমান আদালতে জরিমানা করা হচ্ছে। সকলের সম্মলিত প্রচেষ্টা ছাড়া ড্রেজার নিমূর্ল করা সম্ভব না।